You will be redirected to an external website

পহেলগাঁও হামলায় নিহত বিতানের মা-বাবাকে কালীপুজোর প্রসাদ পাঠালেন মমতা

Every year, Kali Puja is celebrated with great pomp and show at Chief Minister Mamata Banerjee's house.

নিহত বিতানের মা-বাবাকে কালীপুজোর প্রসাদ পাঠালেন মমতা

প্রত্যেক বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে ধুম-ধামের সঙ্গে কালীপুজো হয়। প্রচুর মানুষের সমাগম হয়। গতকাল অর্থাৎ সোমবারও তার অন্যথা হয়নি। পুজো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অর্থাৎ মঙ্গলবার প্রস্তুতি শুরু হয়েছে কালীর নিরঞ্জনের। এর মধ্যেই একটু সময় বের করে পহেলগাঁও-কাণ্ডে নিহত বিতান অধিকারীর বাবা-মাকে প্রসাদ পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবারের পর মঙ্গলবারও বাড়ি পুজোয় ব্যস্ত ছিলেন মমতা। দধিকর্মা-র অনুষ্ঠানে থাকলেন ব্যস্ত। সোমবার পুজোর অনুষ্ঠানের তদারকির মতো এদিন বিকেলেও থাকলেন ব্যস্ত অতিথি আপ্যায়নে। ছিলেন অরুপ বিশ্বাস,ইন্দ্রনীল সেন,সুজিত বসু,জুন মালিয়া,রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো মন্ত্রী-সাংসদরা। এরপর সন্ধ্যাবেলায় পারিবারিক অনুষ্ঠানে যোগ দেন অভিষেক বন্দোপাধ্যায়। আজ আবার ডায়মন্ড হারবারের সাংসদ গিয়েছিলেন নৈহাটিতে বড়মার মন্দিরে। সেখানে পুজো দিতে দেখা গিয়েছিল তাঁকে। পুজোর পর তিনি আবার ফিরে আসেন কালীঘাটে। এরপর আজ পহেলগাও কান্ডে নিহত বিতান অধিকারীর বাবা-মা’কেও প্রসাদ পাঠান মুখ্যমন্ত্রী।

বস্তুত, সোমবার মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপুজোয় দেখা গেল মন্ত্রী, আমলা, পুলিশ কর্তা, বিধায়ক ও কাউন্সিলরদের। লেক কালীবাড়িতে পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁকেও পুষ্পাঞ্জলি দিতে দেখা যায়। একই সঙ্গে ছিলেন অভিষেকের কন্যাও।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The country is decorated with lights on Diwali. Prime Minister Narendra Modi has written a letter to the countrymen wishing them on the occasion of this festival of lights. Read Next

স্বদেশি পণ্য ব্যবহার থে...