You will be redirected to an external website

'জিএসটি-র ক্রেডিট আমারই', খিদিরপুরে পুজো উদ্বোধনে মোদী সরকারকে তোপ মুখ্যমন্ত্রীর

Pointing a finger directly at Prime Minister Narendra Modi (Modi government), Mamata said,

খিদিরপুরে পুজো উদ্বোধনে মোদী সরকারকে তোপ মুখ্যমন্ত্রীর

সোমবার থেকে নতুন জিএসটি হার (GST) লাগু হয়েছে। পুজোর আমেজে যা নিয়ে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। জিএসটি হার নিয়ে মোদী সরকারের দাবিকে খারিজ করে এদিন খিদিরপুর ২৫ পল্লীর মণ্ডপে দুর্গাপুজোর উদ্বোধন মঞ্চ থেকে বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রীর কটাক্ষ, "এই জিএসটি হ্রান্সে সেন্ট্রাল গর্ভমেন্টের কোনও ক্রেডিট নেই। আমিই প্রথম ইনসিওরেন্স থেকে জিএসটি তোলার দাবি তুলেছিলাম। রান্নার জিরেতে জিএসটি, হিরেতে নয় — এটাই তো এদের ন্যায়বিচার! জীবনদায়ী ওষুধেও কর বসানো হয়েছে। আমাদের প্রতিবাদেই জিএসটির নিয়মে বদল আনতে বাধ্য হয়েছে।"

সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে (Modi government) আঙুল তুলে মমতা বলেন, "ক্রেডিট নিচ্ছেন একজন, আত্মনির্ভরের কথা বলছেন, অথচ রাজ্যের টাকা ফেরত দিচ্ছেন না। ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা — সব বন্ধ।"

সোমবার থেকে দেশজুড়ে জিএসটির নয়া নিয়ম কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে প্রচারে নেমেছে বিজেপি। প্রধানমন্ত্রী বলছেন, জিএসটি বাঁচাও আর ক্রয় করো। এই উৎসবের আনন্দের সঙ্গে এটা আরও একটা আনন্দের সংবাদ। যার পাল্টা জবাবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ বার্তা, "জিএসটি লাগু করে কেন্দ্র গরিব মানুষের সর্বনাশ করেছিল, আর রাজ্যগুলো থেকে টাকা তুলেছিল। ওদের এক পয়সাও খরচ হয়নি। অথচ এখন কৃতিত্ব নিতে আসছে!"

আদতে জিএসটি নিয়ে কেন্দ্র যে মিথ্যে প্রচার করছে তা জনতাকে জানাতে এ ব্যাপারে রাজ্য সরকারের তরফে শীঘ্রই সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। 

তাঁর কথায়, "আমাদের ২০ হাজার কোটি টাকা ক্ষতি হয়ে গেল। সংসারটা চালাব কী করে, তবে এতে মানুষের সুবিধা হবে তাই আমি খুশি। তবে যাদের কোনও ক্রেডিট নেই, তাদের জিএসটির নাম নিতে দেব না। এটা মানা যায় না। এ ব্যাপারে আমরা বিজ্ঞাপন দিয়ে আসল সত্যটা সামনে আনব।"

বাংলা ভাষার মর্যাদা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর আবেদন, "আমাদের ভাষাকে কেউ যেন অসম্মান না করে। বাংলা ভাষা আমাদের গর্ব।"

মহালয়ার আগের দিন থেকেই পুজো উদ্বোধন শুরু করেছেন মুখ্যমন্ত্রী। সকাল থেকেই আকাশের মুখ ভার। তা সত্ত্বেও বৃষ্টি মাথায় করে এদিন খিদিরপুরের পুজো মঞ্চে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিএসটি নিয়ে কেন্দ্রকে ফের তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Last month, the Allahabad High Court ruled in a case that mentioning caste in government documents violates the Constitution. Read Next

উত্তর প্রদেশে জাতের নাম...