কোমর জলে নেমে শহরের পরিস্থিতি খতিয়ে দেখলেন মেয়র, ছাতা দিয়ে সাফ করলেন রাস্তার জঞ্জালও |
জল-বিধ্বস্ত কলকাতাকে সহানুভূতি জানিয়ে জেলার পুজোগুলি ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
জেলার পুজোগুলি ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
পুজোর মুখে নিম্নচাপের বৃষ্টিতে নাজেহাল কলকাতাবাসী (Kolkata Waterlogged)। সোমবার রাত থেকে একটানা বর্ষণের জেরে মঙ্গলবার সারাদিনই জমা জলের দুর্ভোগ সহ্য করতে হচ্ছে। শহরের বহু পুজো মণ্ডপে প্রায় হাঁটুসমান জল। ক্ষয়ক্ষতিও হয়েছে বেশ কিছু। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। এই পরিস্থিতিতে এদিন সকালেই কলকাতার পুজো (DURGAPUJA 2025) উদ্বোধন কর্মসূচি বাতিল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে বিকেলে জেলার পুজোগুলি ভার্চুয়ালি উদ্বোধন করলেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, "জেলায় অনেক পুজো আছে। পুজো কমিটিগুলি অনেক অপেক্ষা করেছে। কলকাতায় আজ উদ্বোধন বাতিল করেছি কিন্তু ভার্চুয়ালি করছি বলে জেলাগুলিকে বঞ্চিত করতে পারি না। তাই কলকাতার প্রতি সহমর্মিতা জানিয়েই কর্মসূচি শুরু করছি।" এদিন পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার একাধিক পুজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সামনে স্ক্রিনে দেখানো প্যান্ডেল ও মাতৃমূর্তির ভিডিও ও ছবি। জেলার পুজো প্যান্ডেলের সজ্জা এবং প্রতিমার প্রশংসা শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে।
জেলার পুজো উদ্যোক্তাদের শারদ শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আপনাদের দুর্যোগকে মোকাবিলা করেই মায়ের আহ্বান করতে হবে। সংকট মা-ই কাটিয়ে দিতে পারেন। সকলে এলাকায় থাকবেন। যদি পুজো সংক্রান্ত কোনও সমস্যা হয়, নবান্নের কন্ট্রোলরুমে যোগাযোগ করতে পারেন।"
এদিন দুর্যোগ নিয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমরা খুবই মর্মাহত যে দুর্যোগটা এই পুজোর সময় হচ্ছে। সাধারণত এই সময় পুজো হয় না। সেপ্টেম্বরে খুব কম পুজো পড়ে। কিন্তু এটা গ্রহ নক্ষত্র দেখে হয়। আমাদের হাতে নেই।" তবে এই পরিস্থিতিতে কাউকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
দিনের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী সরাসরি আঙুল তুললেন বিরোধীদের দিকে। যদিও নাম নেননি কারও। তাঁর কথায়, "কোনও কোনও রাজনৈতিক দল এই দুর্যোগ নিয়েও রাজনীতি করছেন, তাঁদের আমি ধিক্কার জানাই। মানুষের পাশে না দাঁড়িয়ে মিথ্যে কথা বলছেন।"
প্রকৃতিকে হাতের মুঠোয় আনা যায় না- এ কথা স্পষ্ট করে মুখ্যমন্ত্রীর মন্তব্য, "এমন করা হচ্ছে যেন প্রকৃতিও আমাদের হাতে! ভদ্রতার একটা সীমা আছে।" সঙ্গে ব্যঙ্গ, "উত্তরাখণ্ডকে, দিল্লিকে আমরা জলে ডুবুডুবু বলতে পারতাম। কিন্তু বলিনি।"