You will be redirected to an external website

রাজ্যে ৮৫ লক্ষের বাবার নামে গলদ! ১ কোটিরও বেশি ভোটারের তথ্য নিয়ে সন্ধিহান কমিশন, SIR-এ বাংলায় সবচেয়ে বড় ব্রেকিং

13.5 lakh voters have the same parents' names. 11 lakh 95 thousand have become fathers under the age of 15.

রাজ্যে ৮৫ লক্ষের বাবার নামে গলদ!

সাড়ে ১৩ লক্ষ ভোটারের বাবা-মায়ের নাম এক। ১৫ বছরের কম বয়সে বাবা হয়েছেন, এরকম সংখ্যা ১১ লক্ষ ৯৫ হাজার। রাজ্যে ৬ সন্তানের বাবার সংখ্যা ২৪ লক্ষ ২১ হাজার। ৪০ বছরেরও কম বয়সে ঠাকুরদা হয়েছেন ৩ লক্ষ ৪৫ হাজার। অর্থাৎ গোটা পরিসংখ্যান যদি মিলিয়ে দেখা হয়, তাহলে সব মিলিয়ে সংখ্যাটা ১ কোটি ৬৭ লক্ষ ৪৫ হাজার ৯১১ জন ভোটার। তাঁদের তথ্য নিয়েই সন্ধিহান কমিশন।বিস্তারিত যদি তথ্যগুলো যাচাই করা হয়, তাহলে দেখা যাচ্ছে, রাজ্যে সাড়ে ১৩ লক্ষ ভোটারের ক্ষেত্রে একই ব্যক্তির নাম বাবা – মা হিসেবে এসেছে। অর্থাৎ পরিবারে একজনের ক্ষেত্রে বাবার নাম যা ওই পরিবারে, আরেকজনের ক্ষেত্রে বাবার নাম মায়ের জায়গায় এসেছে।

রাজ্যে ১১ লক্ষ ৯৫ হাজার২৩০ ভোটারের বাবার চেয়ে ১৫ এর কম ছেলের বয়স। আবার দেখা যাচ্ছে,  ৪০ এর কম বয়সেই ঠাকুরদা হয়ে গিয়েছেন, এমন ব্যক্তি ৩ লক্ষ ২৯ হাজার ১৫২ ভোটারের। তাঁদের তথ্য অর্থাৎ বয়স নিয়েও যথেষ্ট সন্দেহে রয়েছে কমিশন।

অর্থাৎ এই ১ কোটি ৬৭ লক্ষের বেশি কিছু ভোটার, যাঁরা নাম-বয়সে গলদ, তাঁরা ডাক পেতে পারেন হিয়ারিংয়ে। কমিশন সূত্রে জানা যাচ্ছে, এই সমস্ত ভোটারদের তথ্য ফের যাচাই করা হবে। বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন, তারপর শুনানির জন্য ডেকে পাঠানো হবে। এক্ষেত্রে রোল অবজারভারদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই তথ্য সামনে আসার পরই স্বাভাবিকভাবে সরব বিরোধীরা। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “পুরোটাই আসলে ভেজাল। ভোটে জেতার জন্য বিভিন্ন সময়ে বামেরা, তারপর তৃণমূল সব মিলিয়ে সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছেন। আসল ভোটারদের ভোট দিতে দেননি। ১৫ বছরে যারা বাবা হয়েছে, তারাই আসলে ভূতুড়ে ভোটার হয়ে এইসব লোকদের জিতিয়ে এসেছে।”

অন্যদিকে, তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “কোথায় বাবার নামে ভুল রয়েছে, কোথায় একাধিক ক্ষেত্রে বাবার নাম এক, এগুলো সবই খতিয়ে দেখা নির্বাচন কমিশনের কাজ। সারা বছর ধরে হয়ে থাকে। যদি এরকম কোনও তথ্য সামনে এসে থাকে, তাহলে তা বাদ যাবে।”

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Political gatherings mean the Brigade Parade Ground. This ground has made no small contribution to Bengali, especially urban politics. Read Next

লক্ষ কণ্ঠে হরিনাম, এবার ব...