You will be redirected to an external website

করিমপুরে মহুয়া মৈত্রের রিসেপশন ঘিরে বিতর্ক, মাঠ ব্যবহারে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

The atmosphere of festivities has been in full swing in Karimpur, Nadia since Saturday evening.

করিমপুরে মহুয়া মৈত্রের রিসেপশন ঘিরে বিতর্ক

নদিয়ার করিমপুরে শনিবার সন্ধে থেকেই উৎসবের আমেজ। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ও প্রাক্তন বিজে‌ডি সাংসদ পিনাকী মিশ্রের (Pinaki Mishra) রিসেপশনকে (Mahua Moitra Reception) কেন্দ্র করে সাজসাজ রব গোটা এলাকায়। কোটি টাকার আলোকসজ্জা, বিশাল প্যান্ডেল, বাইরে থেকে আসা ক্যাটারিং দল— সব মিলিয়ে এক অভিজাত আয়োজন।

তবে এই আড়ম্বরের মধ্যেই উঠেছে একাধিক প্রশ্ন। অভিযোগ, যে করিমপুর রেগুলেটেড মার্কেটের ফুটবল মাঠে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, সেই মাঠে দীর্ঘদিন ধরে ধর্মীয় অনুষ্ঠান বা সাধারণ মানুষের মেলা-মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। হিন্দু কীর্তন থেকে শুরু করে বাউল উৎসব— কোনও কিছুরই অনুমতি মেলেনি বহু বছর ধরে। অথচ সাংসদের বিয়েতে একই মাঠে এত বড় আয়োজনের ছাড় মিলেছে বলেই দাবি স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানে প্রায় ৮ হাজার অতিথি আমন্ত্রিত। মুর্শিদাবাদের বেলডাঙা থেকে দু'টি বাসে এসে পৌঁছেছে রাঁধুনি দলের সদস্যরা। এলাকায় জারি করা হয়েছে কড়া নিরাপত্তা। প্রশাসন বিকেল ৩টার পর থেকেই করিমপুর নতুন বাসস্ট্যান্ড এলাকা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভিআইপি আগমন উপলক্ষে। এর ফলে গোটা করিমপুর কার্যত অচল হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকার অনেকেরই প্রশ্ন, “যে মাঠে সাধারণ মানুষ ধর্মীয় অনুষ্ঠান করতে পারে না, সেখানে কীভাবে সাংসদের ব্যক্তিগত অনুষ্ঠানের অনুমতি দেওয়া হল?” যদিও প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য মেলেনি এখনও। তবে রাজনৈতিক মহলের মতে, ভোটের মুখে এমন বিতর্ক তৃণমূলের অস্বস্তি বাড়াতে পারে।

চলতি বছরের জুন মাসে চার হাত এক হয় মহুয়া-পিনাকীর। বন্ধুত্ব গত কয়েক বছরের। ঘনিষ্ঠেরা জানতেনও, চার হাত এক হবে। গত ৩০ মে, শুক্রবার জার্মানির বার্লিন প্রাসাদের ছাদে পুরীর প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

৬৫ বছরের পিনাকী এবং ৫১ বছরের মহুয়া দু’জনেরই এটি দ্বিতীয় বিবাহ। খেলোয়াড়, অভিনেতা-অভিনেত্রীদের বিদেশে বা দেশের কোনও প্রাচীন প্রাসাদ-কেল্লায় ‘ডেস্টিনেশন ওয়েডিং’ নতুন নয়। কিন্তু দুই দেশজ রাজনীতিকের বিবাহ দেশে বিরল। যদিও একে সে ভাবে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ বলা যায় না। ভিড়ভাট্টা এড়াতেই বার্লিন বেছে নেওয়া হয় বলে জানিয়েছিল তাঁদের ঘনিষ্ঠমহল।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The cold weather is finally setting in across the state as the northwesterly winds have started blowing. Read Next

বাড়ল শীতের 'রান রেট'! কলকা...