You will be redirected to an external website

মাসের শুরুতেই এল স্বস্তি! একধাক্কায় কমল রান্নার গ্যাসের দাম

মাসের শুরুতেই এল স্বস্তি! একধাক্কায় কমল রান্নার গ্যাসের দাম

গ্যাস সিলিন্ডার

মাসের শুরুতেই স্বস্তির খবর। এক ধাক্কায় ৫৯৮ টাকা কমল এলপিজি গ্যাসের দাম। তবে মধ্যবিত্তের রান্নাঘরে এখনই স্বস্তি নেই। দাম কমেছে কেবল মাত্র বাণিজ্যিক সিলেন্ডারের দাম। সোমবার রাত থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

জানা গিয়েছে, শুধুমাত্র বাণিজ্যিক বা রেস্তোরাঁয় ব্যবহৃত রান্নার গ্যাসে ক্ষেত্রে আপাতত এই বিশেষ ছাড় দিয়েছে কেন্দ্রীয় সরকার। বাড়ির রান্নার গ্যাসের দাম যা ছিল, তাই থাকছে। সূত্র মারফত জানা গিয়েছে, কেন্দ্রীয় তেল ও পেট্রোলিয়াম মন্ত্রক ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসে মোট ৫৮.৫০ টাকা ছাঁটাইয়ের ঘোষণা করেছে। যার জেরে দিল্লির বুকে আগে যেখানে বাণিজ্যিক এলপিজি গ্যাসের সিলিন্ডার প্রতি দর ছিল ১৭২৩ টাকা। তা কমে নেমে এসেছে ১৬৬৫ টাকায়।

বছরের শুরু থেকেই দাম কমতে শুরু করেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। যেখানে গত এপিল মাসেই ৪১ টাকা দাম কমেছিল। জুলাই মাসের শুরুতে ফের একবার দামে বদল এল। পরিসংখ্যান বলছে, চলতি বছরেই ১৯ কেজির সিলিন্ডারের দাম কমেছে ১৩৮ টাকা। সাধারণত বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে প্রত্যেক মাসে নতুন করে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম  নির্ধারণ করা হয়। তবে ১৪.২ কেজির সিলিন্ডার যেগুলি ঘরোয়া ব্যবহার করা হয়, তার দাম কমেনি। 

AUTHOR :Sukanya Majumder

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Air India in more trouble, company fears legal entanglement in Britain and America Read Next

এবার আরও বিপাকে এয়ার ইণ্...