দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন সিপি রাধাকৃষ্ণন
দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ সমর্থিত প্রার্থী তথা মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন (CP Radhakrishnan elected as Vice President)। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে ৪৩২ ভোটে পরাজিত করেছেন তিনি। এনডিএ সমর্থিত নির্বাচিত প্রার্থী জগদীপ ধনকড়ের উত্তরসূরি হলেন আরেক এনডিএ প্রার্থী।
উপরাষ্ট্রপতি (Vice President) পদ থেকে জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) ইস্তফার পর থেকেই বিস্তর জলঘোলা হয়েছে। মঙ্গলবার ছিল ধনকড়ের উত্তরসূরি বাছাইয়ের নির্বাচন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে। এদিন সকালে সংসদ ভবনে পৌঁছে প্রথম ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বারের লড়াই ছিল মূলত এনডিএ সমর্থিত প্রার্থী তথা মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন এবং বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রার্থী তথা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডির মধ্যে।
লোকসভা (Loksabha) ও রাজ্যসভার (Rajya Sabha) নির্বাচিত সাংসদদের ভোটে গঠিত নির্বাচকমণ্ডলী এই প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। মোট ৭৮১ জন সাংসদের মধ্যে আসন শূন্য থাকায় ভোটদাতার সংখ্যা দাঁড়িয়েছে ৭৭০। ফলে জয় নিশ্চিত করতে একজন প্রার্থীকে কমপক্ষে ৩৮৬ ভোট পেতে হত। সেখানে এনডিএ প্রার্থী ৪৫২ ভোট পেয়েছেন।
উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়েছে একক হস্তান্তরযোগ্য পদ্ধতিতে। সাংসদরা ব্যালট পেপারে প্রথম ও দ্বিতীয় পছন্দের প্রার্থীর নাম চিহ্নিত করছেন। যে প্রার্থী সর্বাধিক প্রথম পছন্দের ভোট পাবেন, তাঁকে জয়ী ঘোষণা করা হবে। প্রার্থীরা সমান প্রথম পছন্দের ভোট পেলে গোনা হবে দ্বিতীয় পছন্দের ভোট। এর মধ্যেই নজর ছিল সম্ভাব্য ক্রস ভোটিংয়ের দিকে।
প্রসঙ্গত, গত জুলাই মাসে অসুস্থতার কারণে পদ ছাড়েন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। তাঁর স্থলাভিষিক্ত হবেন এই নির্বাচনের জয়ী প্রার্থী, যিনি আগামী পাঁচ বছরের জন্য দেশের উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেবেন।