You will be redirected to an external website

ফাটল বাড়ছে যাদব পরিবারে, রোহিণীর পর ঘর ছাড়লেন লালুর আরও ৩ কন্যা! কোনদিকে যাচ্ছে পরিস্থিতি?

The focus of Bihar politics is no longer the assembly, but Lalu Prasad Yadav's family. RJD's infighting intensified on Sunday.

রোহিণীর পর ঘর ছাড়লেন লালুর আরও ৩ কন্যা!

বিহারের রাজনীতির কেন্দ্রবিন্দু এখন আর বিধানসভা নয়, রয়েছে লালু প্রসাদ যাদবের পরিবার। রবিবার আরও তীব্র হল আরজেডির অন্তর্কলহ। রোহিণীর পর লালুর আরও তিন মেয়ে, রাজলক্ষ্মী, রাগিনী এবং চন্দা হঠাৎই পাটনার সরকারি বাসভবন ছেড়ে দিল্লির উদ্দেশে রওনা দিলেন। সন্তানদের নিয়েই বিমানবন্দরে দেখা যায় তাঁদের।

এর ঠিক আগের দিনই রাজনীতির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করে পরিবারকেও ‘ত্যাগ’ করেছেন রোহিণী আচার্য। ২০২৫ সালের বিধানসভা ভোটে আরজেডির ভরাডুবির পর (মাত্র ২৫টি আসন) তেজস্বী যাদবকে সরাসরি দায়ী করেন দিদি, তারপরই তাঁর ওপর জুতো ছোড়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

রবিবারও থামেননি লালু-কন্যা। একাধিক পোস্টে তিনি জানান, লালু প্রসাদ যাদবের প্রাণ বাঁচাতে নিজের কিডনি দিয়েছিলেন। অথচ এখন সেটাকেই বলা হচ্ছে ‘নোংরা’। সারণে ২০২৪ লোকসভা ভোটে পরাজিত হওয়া এই চিকিৎসক লেখেন, পরিবারের দিকে না তাকানোটা তাঁর “সবচেয়ে বড় পাপ”, তিন সন্তানের মা হয়েও পরিবারটাকে আর আগলে রাখতে পারছেন না।

রোহিণীর অভিযোগ, “গতকাল এক মেয়ে, এক বোন, এক বিবাহিতা, এক মা, সব পরিচয়কে অপমান করা হয়েছে। আমাকে গালিগালাজ করা হয়েছে, চটি তুলেছিল ওরা মারতে। আত্মসম্মান বিসর্জন দিইনি, সত্যকেও লুকোইনি, এই জন্যই আমাকে সহ্য করতে হয়েছে এই অপমান...। কান্নায় ভেঙে পড়া বাবা-মা, বোনেদের ছেড়ে বাধ্য হয়ে বেরিয়ে এসেছি। আমাকে আমার মায়ের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে কার্যত। আমাকে অনাথ করে দিয়েছে ওরা।”

এত কিছুর পরও যাদব পরিবার এখনও রোহিণীর অভিযোগের কোনও আনুষ্ঠানিক জবাব দেয়নি। তবে পাশে দাঁড়িয়েছেন বড় ভাই তেজ প্রতাপ। বছর শুরুর দিকে পারিবারিক কলহের জেরে আরজেডি থেকে বহিষ্কৃত হওয়া এবং সম্পর্ক ছিন্ন হওয়া তেজ প্রতাপ বলেন, 'দিদির অসম্মান কোনওভাবেই বরদাস্ত করবেন না। ‘জয়চাঁদদের’ উদ্দেশে কড়া হুঁশিয়ারি দেন।'

তেজ প্রতাপের ভাষায়, 'গতকালের ঘটনা আমাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। আমার সঙ্গে যা হয়েছিল, তা সহ্য করেছি। কিন্তু দিদির ওপর হওয়া এই অপমান কোনওভাবেই সহ্য করা যায় না।'

আরজেডির ভরাডুবির পর রাজনীতির পাশাপাশি পারিবারিক সঙ্কটও এখন বিহারের আলোচনার কেন্দ্রে। কোনদিকে যাচ্ছে পরিস্থিতি, রোহিণীর পাশে দাঁড়াতেই কি আরও তিন বোন ঘর ছাড়লেন! প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। এনিয়ে যাদব পরিবারের কেউ কোনওরকম মন্তব্য করেননি।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Forming a government in alliance with the BJP, no allegations against Nitish could have any impact at the ballot box. Read Next

নীতীশের জয়ে শুভেচ্ছাবার...