লাল সতর্কতা জারি তিস্তায়, রাস্তায় বইছে নদীর জল! ভূমিধসে অবরুদ্ধ সেবক |
লাখ টাকা দামের আইফোন কিনতে মুম্বইয়ের স্টোরে ভিড়-ধস্তাধস্তি, দেখুন ভাইরাল ভিডিও
আইফোন কিনতে মুম্বইয়ের স্টোরে ভিড়-ধস্তাধস্তি
অ্যাপল (Apple) নতুন iPhone 17 সিরিজ আজ থেকে ভারতের বাজারে এসে গেছে। দিল্লি, মুম্বই ও বেঙ্গালুরুর অ্যাপল স্টোরে সকাল থেকেই উপচে পড়া ভিড় (crowd buying iphone 17) জমেছে, তৈরি হয়েছে উত্তেজনা ও হুড়োহুড়ি। তবে মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের অ্যাপল স্টোরে শুক্রবার সকালেই হুড়োহুড়ি ও হাতাহাতির ঘটনা ঘটেছে (Mumbai crowd and fight in Apple stote)।
এক সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দোকানের বাইরে দাঁড়ানো ক্রেতাদের মধ্যে হঠাৎই শুরু হয় ধাক্কাধাক্কি ও মারামারি।লাল জামা পরা এক ব্যক্তিকে নিরাপত্তারক্ষীরা ভিড় থেকে টেনে বার করে আনেন। তিনি রক্ষীদের সঙ্গেও হাতাহাতি করার চেষ্টা করেন। সাদা জামা পরা আরেকজনকে দেখা যায়, যিনি নিরাপত্তারক্ষীর খোঁজ নেন। ভিড়ের মধ্যেই লাঠি হাতে আরেক সিকিউরিটি গার্ড উপস্থিত ছিলেন, কিন্তু একা সামাল দিতে পারেননি। পরে কালো-সাদা জামা পরা আরেকজনকে গার্ডরা টেনে বের করে আনেন।
দিল্লি ও বেঙ্গালুরুতেও একই ছবি
দিল্লির সাকেত সিলেক্ট সিটিওয়াক মলে আইফোন কিনতে আগের রাত থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন শতাধিক ক্রেতা। মল খোলার আগেই রাস্তায় ভিড় জমে যায়। অনেকেই রাতভর অপেক্ষা করে প্রথম ক্রেতা হওয়ার আশায় সারি দিয়েছিলেন। বেঙ্গালুরুর অ্যাপল স্টোরেও একইরকম ভিড় দেখা গেছে।
কোন কোন মডেল এল বাজারে
অ্যাপল এবারের ইভেন্টে iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Max ও নতুন iPhone Air লঞ্চ করেছে।
প্রো মডেলগুলিতে অ্যালুমিনিয়াম বডি ব্যবহার করা হয়েছে। এসেছে এ পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি। যুক্ত হয়েছে নতুন ‘ফুল-উইদ ক্যামেরা প্লাটো’ ডিজাইন, যা লাইভ ইভেন্টে ঘোষণা করেছে অ্যাপল। ইভেন্টটি সম্প্রচার করা হয়েছে অ্যাপলের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে।
অ্যাপল ও তার রিটেল পার্টনাররা বিক্রি বাড়াতে বিশেষ লঞ্চ অফার ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ বোনাস, লং-টার্ম EMI প্ল্যান এবং পুরনো আইফোন থেকে আপগ্রেড করলে অ্যাক্সেসরিজ ও ওয়্যারেবলসে বিশেষ ছাড়।