You will be redirected to an external website

মঙ্গলবার সন্ধ্যাতেই আছড়ে পড়বে স্থলভাগে, ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পড়বে বাংলায়?

It is likely to make landfall between Kalingapatnam and Machilipatnam, near Palem or Amlapuram coasts

মঙ্গলবার সন্ধ্যাতেই আছড়ে পড়বে স্থলভাগে

কোথায় ল্যান্ডফল করবে তা নিয়ে চাপানউতোর ছিলই। শেষ পর্যন্ত জানা গেল অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়াতে ল্যান্ডফল করবে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা! মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোরের মধ্যে কলিঙ্গপত্তনাম থেকে মছলিপত্তনামের মাঝে কাঁকিনাড়ার কাছে পালেম বা আমলাপুরম উপকূল দিয়ে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে। ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে প্রতি ঘণ্টায় ১১০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার মৎস্যজীবীদের জন্য থাকছে সতর্কবার্তা। ২৮ অক্টোবর থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ইতিমধ্যেই যাঁরা কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন তাঁদের ফিরে আসার জন্য বলা হয়েছে।

মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে ছয় জেলাতে। বৃষ্টি হতে পারে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। বৃহস্পতিবারেও ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে।

শুক্রবারে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে বুধবার থেকে উত্তরবঙ্গে মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতি ও শুক্রবারে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। 

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

It was the eighties. Kunal Ghosh was a very young journalist, while Mithun Chakraborty had become a Bollywood superstar. Read Next

'আমি তো দেখলাম প্লাস্টিক...