ভারি বৃষ্টি
টানা দুদিন নাগাড়ে বৃষ্টির পরে ছুটির দিন সকালে রোদ উঠেছে। বিক্ষিপ্ত ভাবে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি এখনও হয়নি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃষ্টি পুরপুরি থামছে না। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের অন্তত ন’টি জেলায় আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গেও। সেই সঙ্গে এখনও সমুদ্রে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি রয়েছে।
হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, তা ক্রমে উত্তর-উত্তর পশ্চিমে সরে ঝাড়খণ্ডের দিকে চলে গিয়েছে। তবে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। তৈরি হচ্ছে বৃষ্টির অনুকূল পরিস্থিতি।
সোমবার থেকে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে সোমবার থেকে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বাঁকুড়াতেও ভারী বর্ষণ হতে পারে। কোথাও কোথাও তা চলবে বুধবার পর্যন্ত। একইসঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতায়। তবে মঙ্গলবারের জন্য শহরে আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।