তাপমাত্রার হেরফের হলেও শীতের ইনিংস জারি থাকবে
বুধবার ও বৃহস্পতিবার সামান্য তাপমাত্রা বাড়লেও শীত যে এখনই বিদায় নিচ্ছে না, তা স্পষ্ট করে দিল আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Weather Update)। আগামী কয়েক দিন দক্ষিণ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকতে পারে বলে পূর্বাভাস।
গত কয়েক দিন ধরে জাঁকিয়ে ঠান্ডা অনুভব করছেন বঙ্গের মানুষ (West Bengal Winter Update)। বৃহস্পতিবার থেকে দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও ভোর ও রাতের শীতের দাপট কমেনি। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ থেকে ৭ দিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে শুষ্ক আবহাওয়ার মধ্যেই ভোরের দিকে ঘন কুয়াশা এবং উত্তুরে হাওয়ার দাপট থাকবে।
আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এই ঠান্ডা পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়লেও পুরোপুরি শীতের বিদায় হবে না। সকালের দিকে একাধিক জেলায় ঘন কুয়াশার (Dense Fog) কারণে দৃশ্যমানতা অনেকটাই কমে যেতে পারে।
এই পরিস্থিতিতে পূর্ব বর্ধমান ও বীরভূমে শৈত্যপ্রবাহের (Cold Wave) মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আরও ঠান্ডা পড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে কুয়াশার দাপট। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায় ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। ভোরের দিকে কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নেমে ৫০ মিটারের কাছাকাছি পৌঁছতে পারে।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। সারাদিন শহরের তাপমাত্রা ২১–২২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে মৌসম ভবন।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া একটি নিম্নচাপ এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোলেও তার সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না। ফলে রাজ্যে উত্তুরে হাওয়ার দাপট বজায় থাকবে এবং শীতের আমেজও অব্যাহত থাকবে।