You will be redirected to an external website

‘শাহ বললেন, মাঠে নেমে পড়লাম!’, সক্রিয় হয়েই নাম না করে শুভেন্দুকে খোঁচা দিলীপের

Shah's vocal tony was strengthened by Banga BJP's Dabang leader Dilip Ghosh. After a long time, he held a press conference from the party office

‘শাহ বললেন, মাঠে নেমে পড়লাম!’

শাহের ভোকাল টনিকে চাঙ্গা বঙ্গ বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ। দীর্ঘদিন পর দলের কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করলেন তিনি। বুঝিয়ে দিলেন ছাব্বিশকে পাখির চোখ করে মাঠ জুড়ে খেলবেন তিনি। বললেন, “অমিত শাহ মাঠে নামতে বলেছিলেন, আমি নেমে পড়েছি।” নাম না করেই বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

বুধবার অমিত শাহের সঙ্গে বৈঠকের পরই গুঞ্জন শুরু হয়েছিল যে দিলীপ ঘোষ রাজনীতিতে সক্রিয় হতে চলেছেন। রাত পেরতেই দেখা গেল, স্বমেজাজে প্রাক্তন সাংসদ। প্রায় আট মাস পর বৃহস্পতিবার দুপুরে সল্টলেকে বিজেপির কার্যালয়ে যান দিলীপ। দীর্ঘক্ষণ বৈঠক করেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে। এরপরই কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করেন তিনি। দলের মধ্যেই কোণঠাসা থেকে ফের সক্রিয়তা, সব প্রশ্নের জবাবে রীতিমতো ছক্কা হাঁকান দিলীপ। সাফ জানিয়েছেন, খোদ অমিত শাহ তাঁকে ময়দানে নামতে বলেছেন, সেই কারণেই নেমেছেন। দিলীপ বলেন, “আমি সব সময় আছি। মাঠ জুড়ে খেলব। আমি ৬ বছর রাজ্য সভাপতি ছিলাম। পরে অন্য দায়িত্ব সামলেছি। আজ শমীকদার সঙ্গে কথা হয়েছে। দলের যেভাবে আমাকে প্রয়োজন আমি আছি, লড়ব।”

গত লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন দিলীপ। তাঁকে কালো পতাকাও দেখানো হয়েছিল। এদিনের সাংবাদিক বৈঠকে নাম না করে তা নিয়ে শুভেন্দু অধিকারীকেই বিঁধলেন তিনি। বললেন, “দলের কর্মীরা আমাকে কোনওদিন কালো পতাকা দেখায়নি। পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে দলে এসেছে। এগুলো ওদের কালচার। কখন কাকে দেখাতে হবে ওরা ভুলে যায়। টিএমসি থেকে কিছু লোক এসেছে। ওরা এগুলো করেছে। ওরা ঠিক করেছে না ভুল, সেটা আমি বলব না। ওরা থাকবে না চলে যাবে সেটাও জানি না।” বিধানসভায় প্রার্থী হবেন কি না, তা নিয়েও এদিন প্রশ্নের মুখে পড়েন দিলীপ। দল চাইলে নিজের কোনও আপত্তির জায়গা নেই বলেই সাফ জানালেন তিনি। ছাব্বিশে কি হারানো জমি ফিরে পাবে বিজেপি? এই প্রশ্নে দিলীপ মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই। বললেন, “কতদিনের লড়াইয়ের পর ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? লড়তে হবে। লোক আসবে, যাবে। কিন্তু আন্দোলন থেকে সরলে হবে না।”

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...