বাংলাদেশে নতুন করে জারি কারফিউ, সংঘাত-সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা পাঁচ |
জল্পনা খারিজ! দুর্গাপুরে মোদির সভা থেকেও ব্রাত্য দিলীপ ঘোষ, রওনা দিলের দিল্লির উদ্দেশ্যে
প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
প্রধান মন্ত্রীর সভায় দিলীপ ঘোষের উপস্থিতির জল্পনা খারিজ। শিল্পশহর দুর্গাপুরে মোদির সভায় থাকছেন না দিলীপ ঘোষ। শুক্রবার সকালে বিশেষ কাজের জন্য দিল্লীর উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেই আবহে বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই অনুপস্থিতির কথা জানান তিনি। তাঁর দাবি দলের তরফ থেকে তাকে আমন্ত্রণ করা হয়নি। তাঁর বক্তব্যে স্পষ্ট দলের সঙ্গে কতটা ফাটল ধরেছে।
শুক্রবার দুর্গাপুরে পৌঁছোবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেহরু স্টেডিয়ামে প্রশাসনিক কর্মসূচির পর রয়েছে রাজনৈতিক সভা। বঙ্গ বিজেপির শীর্ষনেতারা প্রায় সকলেই এখন দুর্গাপুরে। বৃহস্পতিবার সেখানে পৌঁছে গিয়েছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সকাল থেকে বাড়ি বাড়ি ঘুরে প্রধানমন্ত্রীর সভার কথা প্রচার করার দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত স্বয়ং। কিন্তু দিলীপকে সেখানে ডাকাই হয়নি। প্রথমে দিলীপ জানিয়েছিলেন, দল না ডাকলেও দলের সাধারণ কর্মী হিসাবে প্রধানমন্ত্রীর সভায় থাকবেন তিনি। কিন্তু শুক্রবার সকাল হতেই একেবারেই অন্য় ছবি। এদিন বিমান ধরার আগে সাংবাদিকদের তিনি জানান, ‘‘আমাকে কর্মীরা ডেকেছিলেন, আমি তাই হ্যাঁ বলেছিলাম। পার্টি আমাকে ডাকেনি। হয়তো পার্টি চায়ও না আমি দুর্গাপুরে যাই। গেলে অস্বস্তি হবে। সেই জন্য আমি প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছি না।’’ তবে তিনি স্পষ্ট বলেন, "দলের বিশেষ কাজেই দিল্লী যাচ্ছেন।"
দীর্ঘ দিন ধরেই বিজেপিতে দিলীপ ঘোষের অবস্থান নিয়ে জল্পনা শুরু হয়। নতুন রাজ্যসভাপতির নাম ঘোষণার কর্মসূচীতেও ব্রাত্য ছিলেন দিলীপ। তবে শমীক ভট্টাচার্যের আমন্ত্রণের পর কিছুটা স্বস্তি পাওয়া গেলেও প্রধান মন্ত্রীর সভায় তার অনুপস্থিতি আরও স্পষ্ট করে দিল দলের সঙ্গে তার কতটা দূরত্ব বেড়েছে। তবে ২১ জুলাই কোনো এক মঞ্চে থাকার কথা আগেই বলেছেন দাপুটে এই নেতা। এখন নজড় থাকবে ওই দিন তাঁকে কোথায় দেখা যায়।