You will be redirected to an external website

খড়্গপুরে দলের বৈঠকে দিলীপ ঘোষ! 'জলও খেলাম না' মন্তব্যে ফের বিতর্ক

Dilip Ghosh at party meeting in Kharagpur! Controversy again over 'I won't even drink water' remark

দিলীপ ঘোষ

বিতর্ক যেন দিলীপ ঘোষের পিছু ছাড়ছে না। দীর্ঘদিন মূলস্রোত থেকে দূরে থাকার পর আবারও তাঁকে সক্রিয় ভাবে দেখা যাচ্ছে রাজনীতিতে। ২১ জুলাই নিজের মত করে সভা করেছেন তিনি। এবার সোমবার তাঁকে দলের সাংগঠনিক বৈঠকেও উপস্থিত হতে দেখা গেল।

তবে, অল্প সময় উপস্থিত থেকেও ফের বিতর্ক তৈরি করে দিলেন তিনি। বৈঠক থেকে বেরোনোর পরে সাংবাদিকদের বলেন, ‘জলও খেলাম না। দেখা করতে এসেছিলাম।’

সোমবার খড়্গপুরের ঝাপেটাপুরে বিজেপি কার্যালয়ে সাংগঠনিক বৈঠক ছিল। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়, রাজ্য সম্পাদক সোনালী মুর্মু ও মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুমিত মণ্ডল।

দুপুর ২টো নাগাদ বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতে দিলীপও ঢোকেন। মিনিট পঁচিশেক থাকার পরেই বেরিয়ে যান তিনি। বেরোনোর সময়ে ‘জলও খেলাম না’ বলায় তৈরি হয়েছে বিতর্ক।

প্রশ্ন উঠেছে, তা হলে কি বৈঠকে দিলীপকে উপযুক্ত মর্যাদা দেওয়া হয়নি? না হলে এমন কথা বলবেন কেন? সাংগঠনিক বৈঠকে দিলীপ ঘোষের উপস্থিতি নিয়ে লকেট চট্টোপাধ্যায়ের সতর্ক মন্তব্য, ‘মেদিনীপুরের সংগঠন নিয়ে কথা হল। আমাদের নিয়ম অনুযায়ী, তিনি আসতেই পারেন। তিনি তো প্রাক্তন সাংসদ। বৈঠকে ওঁকে স্বাগত।’

এখনও বিজেপির জেলা কমিটি গঠন হয়নি। দলীয় সূত্রে জানা গিয়েছে, জেলা কমিটি গঠন নিয়ে রাজ্য নেতৃত্ব জেলা সভাপতির সঙ্গে বৈঠক করতে খড়্গপুরে আসেন। তবে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে বিজেপি নেতৃত্ব কোনও মন্তব্য করতে চাননি।

AUTHOR :Express News Desk

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Shah's scathing attack on Rahul Gandhi: We are not the Manmohan Singh government Read Next

রাহুলকে চাঁচাছোলা আক্রম...