নাড্ডার সঙ্গে বৈঠকের পরেও জল্পনা জিইয়ে রাখলেন দিলীপ
প্রধানমন্ত্রীর বঙ্গসফরের দিনই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে দিল্লি যান প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এনিয়ে রাজনীতির অন্দরেই বিস্তর জলঘোলা হয়েছে। শনিবার বিকেলেই কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয় নিয়ে কথা বললেন তিনি। একদিকে যেমন প্রধানমন্ত্রীর সভায় ডাক না পাওয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তেমনই একুশে জুলাইয়ে (21 July) তাঁর কর্মসূচি নিয়েও জল্পনা জিইয়ে রাখলেন।
জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ
দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, সংগঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়েও কথা হয়েছে। উনি জোরদার কাজ করার বার্তা দিয়েছেন।প্রধানমন্ত্রীর (Prime Minister Narendra Modi) সভায় ডাক পাননি এনিয়ে কি ক্ষোভ রয়েছে দিলীপ ঘোষের? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'ভেবেছিলাম আমি গেলে আমাকে কোথায় রাখা হবে সেটা ঠিক করতে পারছে না সেজন্য হয়তো...। প্রথমে ভেবেছিলাম যাব না, পরে মাননীয় সর্বভারতীয় সভাপতি ডাকায় দিল্লি চলে গেলাম।'
একুশ জুলাই দিলীপ ঘোষের কর্মসূচি কী?
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, 'একুশ তারিখ খড়গপুরে একটি সভার আয়োজন করা হয়েছে। সব কর্মীরা আসবেন। বাংলায় আমাদের প্রায় ২৫০ জন কর্মী তৃণমূলের হিংসার বলি হয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে।' তবে রাজনৈতিক মহলের একাংশের নজর কেড়েছে দিলীপ ঘোষের আরও একটি মন্তব্য। ক'দিন আগেই বিজেপি নেতা দাবি করেছিলেন, ২১ তারিখ কোনও চমক থাকবে। এদিন তাঁকে একই প্রশ্ন আবার করা হলে উত্তরে বলেন, '২১ তারিখ তো এখনও চলে যায়নি। আসুক ২১ তারিখ।'
সম্প্রতি বিজেপির রাজ্য় সভাপতি হয়েছেন শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাওয়ার পর থেকেই জল্পনা ছিল, দিলীপ ঘোষকেই আবার এই পদে ফিরিয়ে আনা হবে। তবে শেষপর্যন্ত তা হয়নি। এবার ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষকে কোনও গুরুদায়িত্ব দেওয়া হয় কিনা তা নিয়েও কৌতূহল শুরু হয়েছে। দিল্লিতে নাড্ডার সঙ্গে তাঁর বৈঠকের পর আরও জোরালো হয়েছে জল্পনা।
তবে এদিন সাংবাদিকদের সামনে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, 'এখনই কোনও দায়িত্ব দেওয়া হয়নি। দলে সাংবিধানিকভাবে রদবদল হয়। কোনও দায়িত্ব পেলে মাননীয় সভাপতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।'