You will be redirected to an external website

‘সব বলব কিন্তু জয় বাংলা বলব না’, বাংলার অস্মিতার লড়াইয়ে খড়্গপুরে বিতর্ক উসকে দিলেন দিলীপ

বাংলার অস্মিতার লড়াইয়ে খড়্গপুরে বিতর্ক উসকে দিলেন দিলীপ

খড়্গপুরে বিতর্ক উসকে দিলেন দিলীপ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেবী দুর্গা, কালীকে স্মরণ করে দুর্গাপুরের সভায় বক্তব্য শুরু করেছিলেন। বেশ কিছুটা সময় বাংলা ভাষাতেও বক্তব্য রেখেছিলেন তিনি। সেই বক্তব্যের পরই বাংলার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। মোদি-সহ বঙ্গ বিজেপি কি এবার ‘জয় শ্রীরাম’ স্লোগান ছেড়ে দুর্গা, কালীর শরণাপন্ন হলেন? ২১ জুলাইয়ের ধর্মতলার মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জোরালো বার্তা দিয়েছেন, “আগে জয় শ্রীরাম বলত, এখন বলছে জয় মা দুর্গা-জয় মা কালী বলছে। ছাব্বিশের পর জয় বাংলা বলিয়ে ছাড়ব।” খড়্গপুরের সভা থেকে দিলীপ ঘোষ সেই প্রসঙ্গে বিতর্ক আরও উসকে দিলেন। এদিন দিলীপ পালটা বলেন, “সব বলব কিন্তু জয় বাংলা বলব না।”

মহারাষ্ট, দিল্লি-সহ বিজেপিশাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের শিকার হচ্ছেন বলে অভিযোগ। বাংলায় কথা বলার ‘অপরাধে’ বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে ধরপাকড়ও চলছে বলে অভিযোগ। বাংলার একাধিক পরিযায়ীকে বাংলাদেশি হিসেবে ওপারে পুশব্যাকও করা হয়েছিল। যদিও পরে তাঁরা বাংলার পুলিশ-প্রশাসনের সাহায্যে নিজেদের বাড়িতে ফিরে এসেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিশাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের উপর এই ব্যবহারের তীব্র নিন্দা করেছেন। বাংলা ভাষার অস্মিতা রক্ষার জন্য প্রতিবাদে পথেও নেমেছেন তিনি। এদিন শহিদ দিবসের মঞ্চ থেকে প্রয়োজনে আরও এক ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। বঙ্গ বিজেপি নেতৃত্ব বাংলার শ্রমিকদের অত্যাচার, বাংলাদেশি দাগিয়ে দেওয়া নিয়ে কোনও প্রতিবাদে সরব হচ্ছেন না বলেও অভিযোগ। ভোট রাজনীতিতে প্রধানমন্ত্রী বাংলায় এসে বাংলা ভাষার আশ্রয় নিচ্ছেন, দেবী দুর্গা, কালীর শরণাপন্ন হচ্ছেন। কিন্তু তারপরেও বিজেপির তরফে এনআরসি, ডিটেনশন ক্যাম্পের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ। বঙ্গ বিজেপি ভোট রাজনীতিতে কোন পথে আগামীতে হাঁটবে? সেই প্রশ্নও উঠেছে।

বাংলা ভাষা, বাংলার অস্মিতা, বাঙালিদের সম্মান নিয়ে তৃণমূল কংগ্রেস আগামী দিনে আরও জোরালো আন্দোলনে নামবে। এই বার্তা তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “বাংলায় কথা বললে অসমের মুখ্যমন্ত্রী বলছেন বাংলাদেশি। ১৫ দিন হয়ে গেল কী ব্যবস্থা নিয়েছে কেন্দ্রের সরকার? গর্ব করে বাংলাতেই কথা বলব। লোকসভায় আমরা এই সেশনে দরকারে বাংলায় কথা বলব। আগে ১০ বার বলতাম, এবার ৫০০ বার বলব। তোমাদের কথায় বাংলা উঠবে বসবে?” বঙ্গসফরে নরেন্দ্র মোদির দুর্গা-কালী স্মরণ নিয়েও খোঁচা দিয়েছেন অভিষেক। তিনি বলেন, “আগে জয় শ্রীরাম বলত, এখন বলছে জয় মা দুর্গা, জয় মা কালী। ছাব্বিশের পর জয় বাংলাও বলিয়ে ছাড়ব।”

AUTHOR :Rima Ghatak

I am Rima Banerjee. I have completed my graduation in Mass Communication frome Kazi Nazrul University.last 3yrs i am Working as a content writer at Express news.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Shuvendu poked at the crowd of 21 from North Bengal. Read Next

'ধর্মতলায় কয়েক হাজার রোহ...