মমতা বন্দ্যোপাধ্যায়
আশিস মণ্ডল, বোলপুর, ২৪ জুলাই : মুখ্যমন্ত্রীর সফর ঘিরে জেলা প্রশাসনিক বৈঠক হলো বোলপুরে। উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পুলিশ সুপার আমনদীপ, বীরভূম জেলা এডিএম প্রমুখ। বৈঠক শেষে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, একুশে জুলাই শহিদ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ঘোষণা করেছিলেন, বীরভূম থেকে অর্থাৎ রবীন্দ্রনাথের কর্মভূমি থেকেই ভিন্নরাজ্যে বাংলাভাষীদের বিরুদ্ধে হেনস্থার প্রতিবাদে বাংলা ভাষা আন্দোলন শুরু করবেন। সেই কথামতো বীরভূমের বোলপুর থেকেই শুরু হবে এই আন্দোলনের প্রথম ধাপ।
সূত্রের খবর, এই প্রতিবাদ সফরের বেশ কিছু সময় সূচির পরিবর্তন হয়েছে। তৃণমূল সূত্রে জানা গেছে, ২৭ জুলাই সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে আসছেন। ২৮ শে জুলাই বোলপুরের ট্যুরিস্ট লজ মোড় বা শান্তিবিতান থেকে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে চৌমাথা, চিত্রার মোড় হয়ে বোলপুর গার্লস হাইস্কুল, বিপি এস সি হয়ে জাম্বুনি মোড়ে রবীন্দ্র নাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে বক্তব্য রাখবেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তারপর ২৮ জুলাই গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করবেন। তারপর ২৯ তারিখে ইলামবাজারের সভায় বেশ কতগুলো প্রকল্পের উদ্বোধন করার কর্মসূচী রয়েছে মুখ্য়মন্ত্রীর। তারপর সেখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন।
উল্লেখ্য বেশ কয়েকদিন ধরে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বললে মানুষকে হেনস্থা করার অভিযোগ উঠছে। সেই ঘটনার প্রতিবাদে বরাবরই নাম না করে কেন্দ্রকে আক্রমণ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল। এরপর ২১ শহিদ মঞ্চ থেকে এই প্রতিবাদ আরও জোরাল হয়ে ওঠে। সেই সঙ্গেই রাস্তায় নেমে প্রতিবাদ জানানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে বীরভূমে মমতা বন্দ্য়োপাধ্যায়ের আসাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় জোর দেওয়া হয়েছে বলেই জানা গেছে বীরভূম জেলা পুলিশ সূত্রে।