You will be redirected to an external website

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা 'খারিজ' করার প্রসঙ্গ! "কোর্টকে রাজনীতির জায়গা করবেন না" হুঁশিয়ারী প্রধান বিচারপতি বিআর গবইয়ের

প্রতিকি ছবি

আদালত অবমাননার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। সেই মামলায় সোমবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিআর গবইয়ের তাৎপর্যপূর্ণ মন্তব্য। তিনি  বলেন," রাজনৈতিক যুদ্ধ অন্য কোথাও করুন কোর্টকে রাজনীতির জায়গা করবনে না।"

২৬ হাজার চাকরি বাতিল মামলার রায় নিয়ে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে। সেই মন্তব্যের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে 'আত্মদীপ' নামে এক সংস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাকারীর আইনজীবী সোমবার সওয়াল করে জানান, মামলাটির শুনানি আপাতত মুলতুবি রাখা হোক। অ্যাটর্নি জেনারেলের অনুমতির জন্য আবেদন করা হয়েছে। ওই সওয়ালের পরেই প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘আপনি নিশ্চিত, যে অনুমতি পাবেন? কোর্টকে রাজনীতির জায়গা করার চেষ্টা করবেন না। আপনাদের রাজনৈতিক যুদ্ধ অন্য কোথাও করবেন।’’

আদালত সূত্রে খবর, গত ২৪ এপ্রিল শীর্ষ আদালতে অবমাননার মামলা দায়ের করে ওই সংগঠনটি। গত শনিবার এই মামলার তথ্য ও নথিও আদালতে জমা পড়েছে। যদিও প্রধান বিচারপতির মুখে মামলার ‘যৌক্তিকতা নিয়ে শঙ্কা’র কথা শোনা গেলেও, তা তিনি খারিজ করে দেননি। বরং মামলার পরবর্তী শুনানি চার সপ্তাহ পর হবে বলে জানায় আদালত।

AUTHOR :Express News Desk

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

A call for another campaign from Uttarakanya Abhiyan! Trinamool's Tuldhona Subhendu Adhikari Read Next

উত্তরাকন্যা অভিযান থেকে...