You will be redirected to an external website

রোড শো-র সময় আচমকা পাঁজরে চোট, কেমন আছেন প্রশান্ত কিশোর?

During the road show, suddenly injured the back, how is Prashant Kishor?

রোড শো-র সময় আচমকা পাঁজরে চোট প্রশান্ত কিশোর

রোড শোর সময় চোট পেলেন প্রাক্তন ভোটকুশলী তথা জন সুরজ দলের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। শুক্রবার আরায় ‘বদলাব যাত্রা’-য় গাড়ি থেকে ঝুঁকে সমর্থকদের অভিবাদন জানাতে গিয়ে তিনি পাঁজরে চোট পান। তারপরও মঞ্চে পৌঁছন তিনি। তবে বক্তব্য রাখেননি। মঞ্চ থেকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এখন কেমন আছেন জন সুরজ দলের প্রতিষ্ঠাতা?

আর কয়েকমাস পরই বিহারে বিধানসভা নির্বাচন। রাজ্যজুড়ে ‘বদলাব যাত্রা’ শুরু করেছেন প্রশান্ত কিশোর। এদিন আরায় রোড শো-র পর বীর কুনওয়ার সিং স্টেডিয়ামে সভায় বক্তব্য রাখার কথা ছিল তাঁর। জানা গিয়েছে, এদিন বিকেল সাড়ে তিনটেয় আসার কথা থাকলেও ৬টায় পৌঁছন প্রশান্ত কিশোর। রোড শো-র সময় গাড়ি থেকে বেরিয়ে ঝুঁকে পড়ে সমর্থকদের অভিবাদন জানাচ্ছিলেন। তখনই তাঁর বুকে লাগে।

 

এরপর মঞ্চে যান তিনি। জন সুরজের সিনিয়র নেতা উদয় নারায়ণ সিং মঞ্চ থেকে ঘোষণা করেন, প্রশান্ত কিশোর আহত হয়েছেন। কিন্তু তিনি মিনিট দুয়েকের জন্য জনসাধারণের সঙ্গে দেখা করার জন্য মঞ্চে আসছেন। মঞ্চ থেকে সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে তৎক্ষণাৎ মঞ্চ থেকে নেমে আসেন প্রশান্ত কিশোর। তাঁকে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে তাঁর সিটি স্ক্যান করা হয়। চিকিৎসকরা জানান, জন সুরজ দলের প্রতিষ্ঠাতার বুকে আঘাত লেগেছে। তবে তা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা হিসেবে তাঁকে ব্যথানাশক এবং অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, চিন্তার কিছু নেই। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন প্রশান্ত কিশোর।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

What guarantee did Modi give from Durgapur? Read Next

দুর্গাপুর থেকে মোদী কী গ...