You will be redirected to an external website

আতঙ্কের কিছুই নেই, প্রত্যেক ভোটারের আলাদা কিউআর কোড, নিশ্চিন্ত হতে বলল কমিশন

Chief Electoral Officer (CEO) West Bengal Manoj Kumar Agarwal has given a message to the people of West Bengal not to panic about SIR.

নিশ্চিন্ত হতে বলল কমিশন

এসআইআর (SIR) নিয়ে পশ্চিমবঙ্গবাসীকে (West Bengal) আতঙ্কিত না হওয়ার বার্তা দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO West Bengal) মনোজ কুমার আগরওয়াল (Manoj Agarwal)। মঙ্গলবারের সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে তিনি পরিষ্কার করে বলেন - আমরা এমন ভোটার তালিকা তৈরি করব, যা ১০০ শতাংশ স্বচ্ছ হবে।

পশ্চিমবঙ্গের আটটি রাজনৈতিক দলের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন মনোজ আগরওয়াল। তারপরই সাংবাদিক সম্মেলনে তিনি যাবতীয় ধোঁয়াশা দূর করে বলেন, এনুমেরেশন ফর্মের একটি কিউআর কোড (QR Code) থাকবে।‌ প্রতিটি ভোটারের জন্য আলাদা আলাদা কিউআর কোড হবে। এনুমেরেশন ফর্মে স‌ই করতে হবে সকল ভোটারকে।

বিষয়টি নিয়ে যারা আতঙ্কিত তাদের উদ্দেশে তাঁর আশ্বাসবার্তা, 'এটা (এসআইআর) তো প্রথম হচ্ছে না। ফলে এটা নিয়ে আশঙ্কা করার কিছু নেই। এটা একটা প্রকল্প, জাতীয় নির্বাচন কমিশন যার তদারকি করে। এর আগে দেশে এমন হয়েছে। সম্প্রতি বিহারেও হয়েছে। তাই কেউ ভয় পাবেন না।'

তথ্য দেওয়া বা কাগজ দেখানো নিয়ে অনেকেই চিন্তিত। সেই বিষয়ে আলোকপাত করে সিইও মনোজ আগরওয়ালের সাফ বক্তব্য, বিএল‌ও স্থানীয় লোক হবে। কেউ লুকিয়ে চুরিয়ে যাবে না। স্থানীয় বিএল‌এ-দের সঙ্গে কথা বলে সবাইকে জানিয়েই তাঁরা যাবে। তথ্য সংক্রান্ত ভুল হলেও যেন কেউ আতঙ্কিত না হন সেই পরামর্শও দিয়েছেন তিনি। জানিয়েছেন, ভুল শোধরানোর জন্য এইআর‌ও, ইআর‌ও, ডিইও বা সিইও দফতর কাজ করবে। পর পর প্রতিটা বিভাগ‌ই ভোটারদের যে কোন‌ও প্রশ্নের উত্তর দেবে।

এসআইআর নিয়ে রাজ্যের শাসক দল প্রথম থেকে বিরোধিতার সুর টেনেছিল। সেই প্রসঙ্গে সিইওর বার্তা, আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। যদি কোথাও কিছু প্রয়োজন হয় তাহলে সেটা নিশ্চয়ই তারা দেখবে। তাছাড়া ডিইও, ইআর‌ও-রা স্থানীয়ভাবে যদি প্রয়োজন মনে করেন তাহলে তারা এই বিষয়ে ব্যবস্থা নেবেন।

প্রসঙ্গত, ২৮ অক্টোবর থেকে শুরু হবে এনুমেরেশন ফর্ম (সংখ্যা যাচাই সংক্রান্ত ফর্ম) ছাপার কাজ এবং সেই দিনই বিএলওদের প্রশিক্ষণ শুরু হবে, যা চলবে ৩ নভেম্বর পর্যন্ত। পরের ধাপে ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে এনুমেরেশন ফর্ম তুলে দেওয়া হবে। প্রবাসী বা রাজ্যের বাইরে থাকা নাগরিকরা অনলাইনেও ফর্ম পূরণ করতে পারবেন।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Tensions flared again in the Alipur Court on Tuesday during the hearing of the SSC Recruitment Scam case. Read Next

শুনানির মাঝেই ধুন্ধুমার...