ত্বকে বয়সের ছাপ? শুধু দামি ক্রিম মাখলেই কাজ হবে না, বদলাতে হবে লাইফস্টাইল |
৩১ ডিসেম্বর টেবিলের নীচে বসে খান ১২টা আঙুর, ২০২৬ সালে আপনিই হবেন রাজা!
৩১ ডিসেম্বর টেবিলের নীচে বসে খান ১২টা আঙুর
দরজায় কড়া নাড়ছে নববর্ষ। ২০২৫ সালকে বিদায় জানিয়ে ২০২৬ সালকে স্বাগত জানানোর অপেক্ষা। নতুন বছর নিয়ে সকলেরই অনেক আশা-প্রত্যাশা থাকে। সবাই চান, নতুন বছরটা ভাল যাক। আর নতুন বছরকে শুভ বানাতে নানা রীতি-নীতি, টোটকাও অনুসরণ করেন। আপনি কি জানেন, ১২টা আঙুর বদলে দিতে পারে আপনার ভাগ্য?
নতুন বছর শ্যাম্পেন বা কেক দিয়ে নয়, স্বাগত জানান ১২টা আঙুর খেয়ে। দেখবেন, ভাগ্যের চাকা বনবন করে ঘুরবে। বলা হয়, ৩১ ডিসেম্বর রাত ১২টা বাজার আগে শেষ ৬০ সেকেন্ডে অনুসরণ করতে হয় এই প্রথা। এর নাম, ” লা ডোসে উভাস ডে ল্যা সুয়ের্টে”, যার অর্থ টুয়েলভ গ্রেপস অব লাক।
কীভাবে সৌভাগ্য আনবেন?
২০২৬ সালে সৌভাগ্য আনতে ৩১ ডিসেম্বর রাত ১২টা বাজার আগে শেষ ৬০ সেকেন্ডে ১২টি আঙুর খেতে হবে। তাও আবার টেবিলের নীচে বসে। মনে করা হয়, প্রতিটি আঙুর বছরের প্রতিটি মাসকে তুলে ধরে। বর্ষবরণের রাতে টেবিলের নীচে বসে আঙুর খেলে সৌভাগ্য, আনন্দ, সাফল্য ও জীবনে ভালবাসা আসে। যদি সঠিকভাবে এই রীতি অনুসরণ করা যায়, তাহলে সারা বছর ধরে ভাল সময় যায়।
স্পেনের রীতি-
এই রীতি নতুন বলে মনে হলেও, আসলে স্পেনের রীতি এটি। ১৮৮০-র দশক থেকে এই রীতি অনুসরণ করা হত। সেই সময় মাদ্রিদের ধনী পরিবারগুলি এই প্রথা অনুসরণ করত, যা আবার অনুপ্রাণিত হয়েছিল ফরাসি নীতি থেকে, যেখানে বর্ষবরণের রাতে শ্য়াম্পেন ও আঙুর খাওয়া হয়।