You will be redirected to an external website

রেস্তরাঁ, পানশালায় তল্লাশি! কলকাতায় মানবপাচার মামলায় কোটি টাকার বেশি নগদ উদ্ধার ইডির

A new twist has been opened in the investigation into the human trafficking case in Kolkata

রেস্তরাঁ, পানশালায় তল্লাশি!

মানবপাচার মামলার (Human Trafficking) তদন্তে নতুন দিক খুলল কলকাতায় (Kolkata)। শুক্রবার ভোর থেকে একাধিক রেস্তরাঁ ও পানশালায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শহরের বিভিন্ন অভিজাত এলাকা জুড়ে হওয়া এই অভিযানে বাজেয়াপ্ত হয়েছে কোটি টাকারও বেশি নগদ অর্থ (Cash Amount), একাধিক দামি গাড়ি (Luxury Cars) ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি (Documents)।

ইডি সূত্রে খবর, এই অভিযান মূলত কয়েক বছর আগের এক মানবপাচার মামলার (Human Trafficking) সূত্র ধরে চালানো হয়। ওই মামলার প্রথম এফআইআর (FIR) দায়ের হয়েছিল বাগুইআটি থানায়। প্রাথমিক তদন্ত করেছিল রাজ্য পুলিশ, পরে তদন্তভার যায় ইডির হাতে। কেন্দ্রীয় সংস্থা মনে করছে, কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি রেস্তরাঁ ও বার মানবপাচার চক্রের গোপন ঘাঁটি হিসেবে ব্যবহৃত হত।

সূত্রের দাবি, বাজেয়াপ্ত ডিভাইসগুলির মধ্যে রয়েছে মোবাইল ফোন, ল্যাপটপ, হার্ডড্রাইভ ও ডকুমেন্ট স্ক্যানার - যেগুলির মাধ্যমে পাচার সংক্রান্ত লেনদেনের তথ্য লুকোনো থাকতে পারে। উদ্ধার নথিপত্রের প্রাথমিক বিশ্লেষণেও অর্থ পাচার ও মানবপাচার, দুই ক্ষেত্রেই যোগসূত্র পাওয়া গেছে বলে জানা গেছে।

তদন্তকারীরা মনে করছেন, এই পাচার চক্র কেবল রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর যোগ থাকতে পারে রাজ্যের বাইরের কয়েকটি বড় শহর এমনকী বিদেশের কিছু গন্তব্যের সঙ্গেও। উদ্ধার হওয়া ডিজিটাল প্রমাণ বিশ্লেষণ করে সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।

ইডি সূত্রে আরও খবর, চিহ্নিত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে কয়েক কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। সেই সমস্ত অ্যাকাউন্ট এখন নজরদারিতে রাখা হয়েছে। অভিযানের পর বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে।

কদিন আগে এই মানবপাচার (Human Trafficking) মামলাতেই দক্ষিণ দমদমে এক ইঞ্জিনিয়রের বাড়িতে হানা দেন আধিকারিকরা। সল্টলেকেও তল্লাশি অভিযান হয়। 

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The atmosphere of festivities has been in full swing in Karimpur, Nadia since Saturday evening. Read Next

করিমপুরে মহুয়া মৈত্রের...