You will be redirected to an external website

১২ রাজ্যে SIR শুরুর পর এবার অসম নিয়ে বড় ঘোষণা নির্বাচন কমিশনের, কী নির্দেশ দিল?

Elections are scheduled in five states and union territories, including West Bengal, next year.

অসম নিয়ে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

আগামী বছর পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন। এই পাঁচটির মধ্যে চারটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন(SIR) প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু, সেখানে এসআইআর প্রক্রিয়া শুরুর ঘোষণা করেনি জাতীয় নির্বাচন কমিশন। কমিশন এই নিয়ে যুক্তি দিলেও রাজনৈতিক চাপানউতোর বাড়ে। এবার অসম নিয়ে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।

 

এদিন কমিশনের তরফে ঘোষণা করা হয়েছে, অসমে ভোটার তালিকার ‘বিশেষ সংশোধন’ হবে। এই বিশেষ সংশোধনের জন্য আগামী ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা। ২৭ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি।

বিশেষ সংশোধন কী? বিশেষজ্ঞরা বলছেন, কমিশন প্রতি বছর ‘অ্যানুয়েল স্পেশাল সামারি রিভিশন’ করে। আবার কয়েক বছর অন্তর এসআইআর করে। এই দুইয়ের মাঝামাঝি হল ‘বিশেষ সংশোধন’। এসআইআরের মতো এখানে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণ করতে হবে না। পূর্বে পূরণ করা রেজিস্টারে ভোটারদের তালিকা খতিয়ে দেখবেন বিএলও-রা।

কমিশনের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাতে কোনও বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায় এবং কোনও অবৈধ ভোটারের নাম তালিকায় থেকে যায়, সেজন্য এই বিশেষ সংশোধন করা হচ্ছে। বাড়ি বাড়ি ঘুরে মৃত ভোটার, একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম এবং যেসব ভোটার স্থানান্তরিত হয়েছেন, তাঁদের তালিকা খতিয়ে দেখবেন বিএলও-রা।

গত ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্যে এসআইআর শুরুর ঘোষণা করে কমিশন। ভোটমুখী অসমে কেন এসআইআর হচ্ছে না, সেই প্রশ্ন ওঠে। সেইসময় কমিশনের তরফে যুক্তি দেওয়া হয়, আদালতের নির্দেশে অসমে এনআরসি হচ্ছে। তাই, সেই রাজ্যে এসআইআর প্রক্রিয়া আপাতত হচ্ছে না। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছিলেন, “সুপ্রিম কোর্টের তত্ত্ববধানে অসমে নাগরিকত্বের যাচাইকরণ বা এনআরসি একেবারে শেষ পর্যায়ে। আর গোটা দেশের জন্য এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি যেহেতু ২৪ জুন প্রকাশিত হয়েছিল, তাই তা অসমে প্রযোজ্য হচ্ছে না।” কমিশনের এই যুক্তি নিয়ে অবশ্য বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করে। তারপর এদিন অসমে বিশেষ সংশোধনের ঘোষণা করল। 

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The heat in front of Bikash Bhaban had been increasing since Monday afternoon Read Next

বিকাশ ভবনে ধুন্ধুমার! পু...