You will be redirected to an external website

উত্তরপ্রদেশের শিব মন্দিরে ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু ২ পুণ্যার্থীর

Electricity wire snapped at Shiva temple in Uttar Pradesh

উত্তরপ্রদেশের শিব মন্দিরে ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার,

হরিদ্বারের পর এবার উত্তরপ্রদেশ। মন্দিরের ভিতর হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হলই দুই পুণ্যার্থীর (Uttar Pradesh Stampede)। শ্রাবণ মাসের সোমবারে শিবের মাথায় জল ঢালতে গভীর রাত থেকেই ভিড় জলে বরাবাঁকি জেলার ঔশানেশ্বর মহাদেব মন্দিরে (Avshaaneshwar Mahadev Temple in Barabanki)। আচমকাই বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে কয়েকজন পুণ্যার্থীর গায়ে। চিৎকার করে ছুটতে থাকেন সকলে। বিশৃঙ্খলার জেরে পদপিষ্ট হন অনেকেই। এখনও পর্যন্ত মৃত্যু ২ জনের। আহতের সংখ্যা বহু।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সবাই পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে বলে চিৎকার করে ওঠেন কয়েকজন। এরপরই প্রাণ বাঁচাতে মন্দির প্রাঙ্গণের এদিক ওদিক ছুটতে থাকেন সকলে। মুহূর্তের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় মন্দির চত্বরে। চারিদিক অশান্ত হয়ে ওঠে।

জেলাশাসক শশাঙ্ক ত্রিপাঠী এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, 'রাতের দিকে পুণ্যার্থীরা মন্দিরে পুজো দিচ্ছিলেন। তখনই একটি বাঁদর বিদ্যুতের খোলা তারের উপর ঝাঁপ দেয়। তার জেরে তারটি ছিঁড়ে মন্দিরের টিনের চালের উপর পড়ে। সেই ধাতব ছাউনি দিয়েই ছড়িয়ে পড়ে বিদ্যুৎ। অনেকেই বিদ্যুৎস্পৃষ্ট হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

দুর্ঘটনার খবর পেয়ে সেখানে যায় পুলিশ ও উদ্ধারকারীদের একটি দল। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে।

এখনও পর্যন্ত মৃতদের নাম প্রকাশ্যে আনা হয়নি। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। বিদ্যুৎ দফতরের তরফে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শ্রাবণ মাসে সোমবার উপলক্ষে ঔশানেশ্বর মহাদেব মন্দিরে পুণ্যার্থীদের ভিড় ছিল অনেকটাই বেশি। রবিবার রাত থেকেই ভক্তরা সেখানে ভিড় জমিয়েছিলেন। স্থানীয়দের অভিযোগ, মন্দিরে বিদ্যুতের তার ও সংযোগ নিয়ে আগে থেকে সতর্কতা নেওয়া হয়নি বলেই এই বিপত্তি।

রবিবার  উত্তরাখণ্ডের হরিদ্বারে মনসা মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎপৃষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়াতেই আতঙ্ক ছড়ায়, তার জেরেই হুড়োহুড়িতে পড়ে গিয়ে গতকাল সকালবেলায় ঘটে যায় এই বিপর্যয় (Stampede At Haridwar's Mansa Devi Temple)।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Getting from Birbhum to Durgapur has become easier! Ajay River bridge to be inaugurated Read Next

বীরভূম থেকে দুর্গাপুর য...