You will be redirected to an external website

'সৌরভ দুঃখ পেলেও আমি প্রশ্ন তুলব, ICC-র প্রেসিডেন্ট কার হওয়ার কথা ছিল?' ইডেনে মমতা

The CAB and the State Government felicitated Bengal's World Cup winner Richa Ghosh at Eden Gardens.

মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়

 ইডেন গার্ডেন্সে (Eden Gardens) বাংলার বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে (Richa Ghosh) সংবর্ধন দিয়েছে সিএবি (CAB) এবং রাজ্য সরকার (State Govt)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার এবং ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), ঝুলন গোস্বামী (Jhulan Goswami) সহ আরও অনেকে। সেখানেই নিজের বক্তব্যে রিচাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সৌরভকে নিয়েও বড় মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আইসিসি-র প্রেসিডেন্ট (ICC President) কার হওয়ার কথা ছিল - সংবর্ধনা মঞ্চে হঠাৎ এই প্রশ্ন তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ''সৌরভ গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন ভারতের অধিনায়ক ছিলেন। আমি একটা কথা বললে হয়তো ওঁর খারাপ লাগবে, দুঃখ পাবে, কিন্তু তাও আমি বলব। আইসিসি-র প্রেসিডেন্ট কার হওয়ার কথা ছিল?'' এই প্রশ্ন তুলে মমতা স্পষ্ট করেন, তিনি একটু আউটস্পোকেন আছেন। সবসময়ই অপ্রিয় সত্যি কথা বলে ফেলেন।

সৌরভ সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ওঁর পরিচয় আলাদাভাবে দেওয়ার কিছু নেই। সবাই জানে ও কত বড় মাপের ক্রিকেটার এবং মানুষ। তাই তিনি মনে করেন, আজ হয়তো সৌরভ আইসিসি-র প্রেসিডেন্ট হতে পারেননি, কিন্তু একদিন নিশ্চিতভাবে হবেন। ওঁকে কেউ আটকাতে পারবে না।

এদিকে এই অনুষ্ঠানে পূর্ব ঘোষণা অনুযায়ী, সিএবি-র তরফ থেকে রিচা ঘোষের হাতে তুলে দেওয়া সোনার ব্যাট-বল। পাশাপাশি দেওয়া হয় ৩৪ লক্ষ টাকা। রাজ্য সরকারের তরফে তাঁকে 'বঙ্গভূষণ' সম্মানে সম্মানিত করা হয়েছে। একই সঙ্গে, ডিএসপি পদে চাকরিও দেওয়া হয়েছে তাঁকে।

কিন্তু হঠাৎ ৩৪ লক্ষ টাকাই কেন? বিশ্বকাপ ফাইনালে ঠিক ৩৪ রানই করেছিলেন রিচা। বলাই বাহুল্য, ওই ম্যাচ বা গোটা বিশ্বকাপে ভারতীয় দলে রিচার অবদান অনস্বীকার্য। প্রসঙ্গত, বিশ্বকাপে সব চেয়ে বেশি ছক্কা এসেছে রিচার ব্যাট থেকে। মোট ১২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাঁর ধারে কাছেও নেই কোনও ভারতীয় ক্রিকেটার। সেমিফাইনাল ও ফাইনালে দ্রুত রান করে দলকে ভাল জাগায় পৌঁছে দিয়েছেন। তাঁর অবদানকে স্মরণীয় করে রাখতে চেয়েই এই সিদ্ধান্ত সিএবি-র।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

'Just as a vulture in a forest searches for a dead cow, BJP-Trinamool (TMC BJP) is now searching for who hanged themselves, who committed suicide.' Read Next

SIR: কেউ মারা গেলেই এরা দৌড়...