You will be redirected to an external website

বর্ষা বিদায়, তবু মেঘের আনাগোনা! কালীপুজোয় কি তবে বৃষ্টি হবে? জানাচ্ছে আবহাওয়া দফতর

Even though the monsoon has left, Bengal is still not completely relieved.

কালীপুজোয় কি তবে বৃষ্টি হবে?

বর্ষা বিদায় নিলেও বঙ্গের এখনও পুরোপুরি স্বস্তি ফেরেনি। মৌসুমি বায়ুর প্রভাব কাটতেই উত্তরের ঠান্ডা বাতাস ঢুকতে শুরু করেছে। এই শুষ্ক ঠান্ডা বায়ু এবং জলীয়বাষ্পপূর্ণ পুবালি বাতাসের সংঘর্ষের ফলেই রাজ্যে বজ্রগর্ভ মেঘ তৈরির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এর জেরেই কার্যত আকাশ মেঘলা এবং ভোরের হেমন্তের আমেজ উধাও।

রবিবার অর্থাৎ আজ আকাশ মূলত মেঘলা থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার উপকূল সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টি না হলেও আকাশ আংশিক মেঘলা থাকবে।

সোমবারও আবহাওয়ার পরিস্থিতি একইরকম থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে। ভোরের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশা দেখা যেতে পারে। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, কালীপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত উৎসবের এই মরশুমে নতুন কোনও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা নেই। মেঘ কেটে গিয়ে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যেতে পারে এবং ফিরবে ভোরের হেমন্তের আমেজও।

উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টি না হলেও আকাশ আংশিক মেঘলা থাকবে।

উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কমবে। সোমবার থেকে মেঘ কেটে গিয়ে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যেতে পারে। ভোরের দিকে কোনও কোনও জায়গায় সামান্য কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা আছে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The much-awaited Deepavali festival (Deepotsav) begins in Ayodhya from today, commemorating the return of Lord Shri Ram to his home. Read Next

বিশ্ব রেকর্ড গড়তে প্রস...