ভোরে বাঘাযতীন স্টেশনে আগুন
সাতসকালে বাঘাযতীন রেল স্টেশনে আগুন (Fire breaks out at Baghajatin station ) লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। সোমবার সকাল প্রায় ৬টা ৩০ মিনিট নাগাদ শিয়ালদহ থেকে গড়িয়াগামী ডাউন প্ল্যাটফর্মের একটি অস্থায়ী দোকানে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন পাশের একাধিক দোকানে ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়ায় ঢেকে যায় প্ল্যাটফর্ম এলাকা। ভোরের ব্যস্ত সময়ে ঘটনাটি ঘটায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।
রেল সূত্রে খবর, আগুন লাগার সময় প্ল্যাটফর্মে বেশ কিছু যাত্রী অপেক্ষায় ছিলেন। আচমকা ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে অনেকে দৌড়ে নিরাপদ জায়গায় সরে যান। দোকানগুলিতে থাকা দাহ্য সামগ্রীর জেরেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক অনুমান। কয়েকটি অস্থায়ী দোকান সম্পূর্ণ পুড়ে যায়। তবে হতাহতের কোনও খবর নেই।