You will be redirected to an external website

এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন! দিল্লি বিমানবন্দরে অবতরণের পরই দুর্ঘটনা

Fire on an Air India plane! Accident occurred right after landing at Delhi airport.

দিল্লি বিমানবন্দরে অবতরণের পরই দুর্ঘটনা

ফের দুর্ঘটনার মুখে এয়ার ইন্ডিয়ার বিমান। মঙ্গলবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরেই আচমকা আগুন ধরে যায় বিমানের ছোট ইঞ্জিনে। হংকং থেকে আসা এই বিমানের যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। তবে বিমানের একাংশের ক্ষতি হয়েছে বলেই জানিয়েছে সংস্থা (Air India plane's tail catches fire)।

এয়ার ইন্ডিয়ার (Air India) পক্ষ থেকে জানানো হয়েছে, হংকং থেকে দিল্লিগামী এআই ৩১৫ বিমানটি বিমানটি অবতরণের পর গেটের কাছে দাঁড়িয়েছিল। সেই সময়ই বিমানের অক্সিলারি পাওয়ার ইউনিটে (Auxiliary Power Unit) আগুন লেগে যায়। যদিও বিমানের সিস্টেম অনুযায়ী সেই আগুনের সময়ে এপিইউ (APU) স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।

সংস্থার এক মুখপাত্রের বিবৃতি অনুযায়ী, '২২ জুলাই হংকং থেকে দিল্লিগামী বিমান এআই ৩১৫ অবতরণের পর এবং গেটের সামনে দাঁড়ানোর কিছুক্ষণ পর APU-তে আগুন লাগে। তখন যাত্রীরা নামতে শুরু করেছিলেন। তবে APU অটোমেটিকভাবে বন্ধ হয়ে যায়।'

সংস্থার এক মুখপাত্রের বিবৃতি অনুযায়ী, “বিমানের কিছুটা অংশে ক্ষতি হলেও যাত্রী ও ক্রু সদস্যরা নিরাপদে রয়েছে। তদন্তের স্বার্থে বিমানটিকে আপাতত গ্রাউন্ড করে রাখা হয়েছে। বিষয়টি রেগুলেটরদেরও জানানো হয়েছে।” দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কিছু সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়। কী কারণে আগুন লাগল সেই কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

গত সোমবারই এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। জানা গিয়েছিল, ১৬০ জন যাত্রী নিয়ে দিল্লি-কলকাতাগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট মাঝপথে যান্ত্রিক সমস্যার কারণে টেক-অফ বাতিল করে। উড়ান শুরু হওয়ার মুহূর্তেই ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ব্রেক কষে বিমান থামান পাইলট।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

'Fighting and deception in every neighborhood, there will be no solution even if we want it,' said Dilip, poking fun at the new project. Read Next

'পাড়ায় পাড়ায় মারপিট আর ...