বাড়ানো হবে না ভাতা, পরিষ্কার জানালেন ববি
মেয়র ফিরহাদ হাকিমকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন স্বাস্থ্য কর্মীদের একাংশ। তাঁদের বক্তব্য, পুজোর সময় তাঁদের কাজ দ্বিগুণ বেড়ে যায়। অথচ দৈনিক ভাতা ৫০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে। মঙ্গলবারই বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছিলেন ববি। তবে আজ অর্থাৎ বুধবার মেয়র জানিয়ে দিলেন, স্বাস্থ্য কর্মী দাবিকে মান্যতা দেওয়া হচ্ছে না। অর্থাৎ,পুজোয় কাজ করার জন্য যে বর্ধিত ভাতার দাবি তাঁরা করেছিলেন, তা খারিজ করে দিলেন মেয়র।
এ দিকে এই খবর পেতেই রীতিমত ক্ষোভে ফেটে পড়েন ওই স্বাস্থ্য কর্মীরা। পুরসভার সূত্রে খবর, বৈঠকে মেয়র জানিয়ে দিয়েছেন জাতীয় স্বাস্থ্য মিশনের এসওপি অনুযায়ী তাঁদের বেতন হয়। একই সঙ্গে অতিরিক্ত কাজের জন্য বর্ধিত ভাতা দেওয়া হয়। কিন্তু যে টাকা কমিয়ে দেওয়া হয়েছে সেটা নির্দিষ্ট নিয়ম মেনেই করা হয়েছে। তাই পুনরায় বর্ধিত ভাতা ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে স্বাস্থ্য কর্মীরা ক্ষোভে ফেটে পড়লেও পুজোর মধ্যে জরুরীকালীন পরিষেবা বন্ধ করছেন না তাঁরা। নিজেদের দাবি আদায়ের জন্য বিক্ষোভ জারি থাকবে বলে তাঁরা জানিয়েছেন।
এখানে উল্লেখ্য, কলকাতা পৌরনিগমের ১৪৪টি ওয়ার্ডের অন্তর্গত এলাকায় বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক কাজকর্মের জন্য মোট ৪০০ জন কর্মী নিযুক্ত রয়েছেন। বিক্ষোভকারী স্বাস্থ্য কর্মীদের বক্তব্য, ২০১৯ সালে তাঁরা যখন নিযুক্ত হন তখন ৫০০ টাকা ভাতা পেতেন। ২০২১ সালে হঠাৎ কমিয়ে ১০০ টাকা করে দেওয়া হয়েছে। এ দিকে কাজ ক্রমেই বেড়েছে। তাই বিক্ষোভ দেখান তাঁরা। কিন্তু সুরাহা যে হল না তা আবারও প্রমাণিত।