You will be redirected to an external website

পর্যটকদের জন্য খুলে যাচ্ছে লালকেল্লা, বিস্ফোরণের ঘটনার পর স্বাভাবিকের পথে রাজধানী

Five days after the deadly blast in Delhi, the Red Fort will reopen for tourists from Sunday, November 16.

পর্যটকদের জন্য খুলে যাচ্ছে লালকেল্লা

দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের (Delhi Blast) পাঁচ দিন পর ১৬ নভেম্বর, অর্থাৎ রবিবার থেকে পর্যটকদের (Tourists) জন্য ফের খুলে দেওয়া হচ্ছে লালকেল্লা (Red Fort)। শনিবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI)। গত সোমবারের সেই বিস্ফোরণে কমপক্ষে ১৩ জনের মৃত্যু এবং বহু মানুষ আহত হওয়ার পর পুলিশি তদন্ত ও সুরক্ষার কারণে লালকেল্লা বন্ধ রাখা হয়েছিল। বিস্ফোরণটি ঘটেছিল লালকেল্লা মেট্রো স্টেশনের (Red Fort Metro Station) গেট নম্বর ১-এর কাছে, লালকেল্লা প্রাঙ্গণের একেবারে সংলগ্ন এলাকায়।

শনিবারই দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) ঘোষণা করেছে, লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ২ ও ৩ আবার যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে। বিস্ফোরণের পর বাড়তি নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে চার দিন আগে গেট দুটি বন্ধ করা হয়েছিল।

গত সোমবারের বিস্ফোরণের পর গোটা এলাকা ঘিরে ফেলেছিল পুলিশ (Delhi Police)। বাড়ানো হয় তল্লাশি, যান চলাচলে আনা হয় কঠোর বিধিনিষেধ। পরের দিন, ১১ নভেম্বর, দিল্লি পুলিশের কোটওয়ালি থানার অনুরোধে লালকেল্লা (Red Fort) পর্যটকদের জন্য বন্ধ ঘোষণা করে ASI।

দিল্লিকাণ্ড নিয়ে তদন্তকারী সংস্থার সন্দেহ, বিস্ফোরণটি ছিল বহু শহরে একযোগে হামলার সম্ভাব্য পরিকল্পনার অংশ। যে চক্রটিকে তারা বলছে - ইন্টার-স্টেট হোয়াইট-কলার টেরর মডিউল (White Collar Terror Ecosystem)। তদন্তের পরিধি ছড়িয়ে পড়েছে জম্মু-কাশ্মীর, হরিয়ানা, উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে।

এই ঘটনার প্রধান অভিযুক্ত ডাঃ উমর নবির গত কয়েক ঘণ্টার গতিবিধি খতিয়ে দেখা হয়েছে ৫০টিরও বেশি সিসিটিভি ক্যামেরার ফুটেজে। অভিযোগ, তিনিই বিস্ফোরক বোঝাই হুন্ডাই i20 (Hyundai i20) গাড়িটি চালাচ্ছিলেন। পুলিশ সূত্রের দাবি, ডাঃ নবি, ডাঃ মুজাম্মিল আহমেদ গনাই এবং ডাঃ শাহিন শাহিদ - এই তিনজন এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে যোগাযোগ রাখতেন। তদন্তে উঠে এসেছে, তাঁরা নগদ ২৬ লক্ষ টাকারও বেশি জোগাড় করেছিলেন এবং প্রায় ২৬ কুইন্টাল এনপিকে সার কিনে আইইডি (IED) তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন। তদন্তে সহায়তা করতে নেমেছে NIA। তাদের জিজ্ঞাসাবাদে আটক করা হয়েছে আল-ফলাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত আরও তিন চিকিৎসককে।

দিল্লির পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধে ৬টা ৫২ মিনিটে, লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ট্রাফিক সিগন্যালের সামনে গাড়িটি থামতেই বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন লেগে যায় আশপাশের ছ’টি গাড়ি, দু’টি ই-রিকশা, একটি অটো এবং একটি ডিটিসি বাসে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The Rashtriya Janata Dal has suffered a major setback in the Bihar Assembly elections (Bihar Election Result 2025). Read Next

‘উত্থান-পতন থাকেই, আমরা গ...