‘কন্যাসন্তান নয়, বলিউডেও সকলে পুত্রসন্তান চান’, কঙ্গনার মন্তব্যে বিতর্ক |
কুয়াশার চাদরে সকালে কমছে দৃশ্যমানতা, স্বাভাবিকের নিচেই কলকাতার তাপমাত্রা
কুয়াশার চাদরে সকালে কমছে দৃশ্যমানতা
নভেম্বরের মাঝামাঝি শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে বঙ্গে। কলকাতাতেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে রয়েছে। রবিবারের পর থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে, এমনই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে। বেলা বাড়লে সেই কুয়াশার পরিমাণ কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আজ, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় আড়াই ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি সেলসিয়াস কম রয়েছে সেই তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৪৮ শতাংশ। আকাশ পরিষ্কার থাকছে। আগামী কয়েক দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
নভেম্বরের শুরু থেকেই বাংলায় তাপমাত্রার পারদ নামতে থাকে। প্রথম সপ্তাহের পরই দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ স্বাভাবিকের নিচে নেমে যায়। মাসের শেষদিকে তাপমাত্রার পারদ আরও অনেকটাই নামবে বলে খবর। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদের পতন আরও অনেকটাই দেখা গিয়েছে। পুরুলিয়া, বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা এখনই ১৫ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতেও তাপমাত্রা নামছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে রাত ও সকালের দিকে কনকনে ঠান্ডা অনুভব হচ্ছে। উত্তর সিকিমে তুষারপাত চলছে।