অম্বানীর বিরুদ্ধে অ্যাকশন ইডির
রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল অম্বানির সঙ্গে সম্পর্কযুক্ত একাধিক জায়গায় তল্লাশিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একটি আর্থিক তছরুপের মামলায় দিল্লি ও মুম্বইয়ে তল্লাশিতে ইডি। সূত্রের খবর, বিরাট একটি আর্থিক অনিয়ম নিয়ে সিবিআই দুটি এফআইআর করার পরই ইডির এই তৎপরতা দেখা গিয়েছে।
বিরাট এই আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইডি আধিকারিকরা প্রায় ৩৫টি জায়গায় অভিযান চালাচ্ছেন বলে খবর। তাঁরা এই সময় প্রায় ২৫ জনকে জিজ্ঞাসাবাদও করেছেন। সূত্রের খবর, ওই ৩৫ জায়গায় ৫০টিরও বেশি প্রতিষ্ঠানে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অনিল অম্বানির রিলায়েন্স গ্রুপ ও ইয়েস ব্যাঙ্কের বিরুদ্ধে এই তদন্ত অভিযান চালাচ্ছে ইডি। ৩ হাজার কোটি টাকার বেশি ব্যাঙ্ক ঋণ জালিয়াতির সঙ্গে যুক্ত একটি আর্থিক তছরুপের অংশ হিসাবে এই অভিযান চালাচ্ছে ইডি, জানা গিয়েছে সূত্র মারফত।
সূত্র বলছে, ইডি তদন্ত করে খুঁজে পেয়েছে ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ইয়েস ব্যাঙ্ক থেকে ওই ৩ হাজার কোটির লোন মঞ্জুর হওয়ার আগে ওই ব্যাঙ্কের যাঁরা প্রোমোটার, তাঁদের অ্যাকাউন্টে বড় অঙ্কের অর্থ ঢুকেছিল। ‘ঘুষ’ ও ঋণের মধ্যে কী সম্পর্ক রয়েছে তা নিয়েই তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।