You will be redirected to an external website

কালীপুজোয় বারাসতে নজরকাড়া থিম, বৃন্দাবন থেকে ইন্দোনেশিয়া- এক শহরেই বিশ্বভ্রমণের সুযোগ!

As Durga Puja is over, Barasat in North 24 Parganas is busy preparing for Kali Puja (Barasat Kali Puja 2025).

কালীপুজোয় বারাসতে নজরকাড়া থিম

দুর্গাপুজো শেষ হতেই উত্তর ২৪ পরগনার বারাসত মেতে উঠেছে কালীপুজোর প্রস্তুতিতে (Barasat Kali Puja 2025)। দুর্গাপুজোয় যেমন বহু মানুষ গ্রাম ও শহরতলি থেকে কলকাতায় আসে। কালীপুজোয় তাঁদের ডেস্টিনেশন হয় বারাসত, যেখানে একের পর এক ক্লাব থিম পুজো (Kali Puja 2025 Theme) নিয়ে হাজির হবে দর্শনার্থীদের সামনে। ২০২৫ সালে বারাসতে কোন কোন প্যান্ডেলগুলি ঘুরে দেখতে পারেন, জেনে নিন এই প্রতিবেদনে।

নবপল্লি অ্যাসোসিয়েশন: এবারে তাদের থিম বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। বাস্তবে এটি এখনও নির্মীয়মাণ মন্দির, যার খরচ ধরা হয়েছে প্রায় ৭০০ কোটি টাকা।

সন্ধানী ক্লাব: এখানে দেখা মিলবে মায়াপুর ইস্কন মন্দিরের অনুকৃতি, যেখানে ভক্তির আবহ মণ্ডপ জুড়ে ছড়িয়ে পড়বে।

নবপল্লি আমরা সবাই ক্লাব: এবছরের  কালীপুজোয় এই ক্লাবের থিম শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী।

বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব: শ্রী স্বামীনারায়ণ মন্দিরের রূপে সেজে উঠবে বারাসতের অন্যতম এই জনপ্রিয় পুজো মণ্ডপ।

রাইজিং স্টার স্পোর্টিং ক্লাব: এই পুজো মণ্ডপের এবারের থিম দর্শকদের ইন্দোনেশিয়া ভ্রমণে নিয়ে যাবে, সেখানে লাগবে না কোনও ভিসা-পাসপোর্ট।

ছাত্র সঙ্ঘ যুবকবৃন্দ: এই পুজো মণ্ডপ সেজে উঠবে ‘নীলকণ্ঠ’-এর ভাবনায়।

আগুয়ান সঙ্ঘ: এদের থিম মহাকুম্ভ মেলা।

ন’পাড়া কল্যাণ সমিতি: দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিরূপের দেখা মিলবে এখানে, এই পুজো মণ্ডপের অন্যতম আকর্ষণ হতে চলেছে মাতৃপ্রতিমা, যা হবে ১৬ ফুট উঁচু।

কেএনসি রেজিমেন্ট: এবারের কালীপুজোয় শ্রদ্ধা নিবেদন করা হবে মাতৃসম বঙ্গভূমিকে। তাদের থিম ‘বঙ্গভূমি তুমি অন্তর্যামী’।

পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব: এরা তৈরি করছে মহার্ঘ মাইসোর প্যালেসের আদলে এক রাজকীয় মণ্ডপ, যেখানে ঐতিহ্য আর ইতিহাস মিলবে একসঙ্গে।

শতদল সঙ্ঘ: এই কালীপুজোয় এদের থিমে তুলে ধরা হবে নারী যন্ত্রণার কাহিনি- ‘অর্ধ আকাশের আর্তনাদ’।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

All the teachers in primary and upper primary schools will have to pass TET. Read Next

'গ্রুপ খুলে টাকা তুলছে তৃ...