You will be redirected to an external website

বীরভূম থেকে দুর্গাপুর যাওয়া সহজ হল! উদ্বোধন হতে চলেছে অজয় নদের সেতু

Getting from Birbhum to Durgapur has become easier! Ajay River bridge to be inaugurated

অজয় নদের উপর নতুন সেতু

প্রতীক্ষার অবসান। আর ৩৩ কিলোমিটার ঘুরপথে নয়, মাত্র ২ কিলোমিটার পার হলেই পৌঁছনো যাবে গন্তব্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই উদ্বোধন হতে চলেছে অজয় নদের সেতুর। বীরভূম সফরে এসে ২৯ জুলাই একাধিক প্রকল্পের সঙ্গে এই সেতুর উদ্বোধন করবেন তিনি।

জানা গিয়েছে, প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর মোট দৈর্ঘ্য প্রায় ২.৭ কিমি ও প্রস্থ ১১ মিটার । গাড়ি চলাচলের সঙ্গে সঙ্গে পথচারীদের জন্য হেঁটে পেরনোর জন্য রয়েছে ১.৫ মিটারের ফুটপাথও। ব্রিজটির বীরভূম অংশে রয়েছে ৩১৯ মিটার এবং পশ্চিম বর্ধমান অংশে রয়েছে ১৩৬২ মিটার অ্যাপ্রোচ রোড।

প্রসঙ্গত, জয়দেব মন্দির সংলগ্ন অজয় নদের কজওয়ে ব্যবহার করে বীরভূম থেকে পশ্চিম বর্ধমান তথা দুর্গাপুর যাওয়া ছিল অসুবিধার । বিশেষ করে উন্নত চিকিৎসার সুবিধার জন্য প্রতিদিন বীরভূম থেকে দুর্গাপুর যাতায়াত করেন গড়ে ৫০ জনেরও বেশি রোগী। এ ছাড়াও শতাধিকপণ্য ও যাত্রিবাহী গাড়িও পারাপার করে প্রতিদিন। তবে প্রতি বছর বর্ষায় এই কজওয়ে ভেঙে যাওয়ার কারণে সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষকে। প্রায় ৩৩ কিমির বেশি পথ অতিক্রম করে যেতে হতো দুর্গাপুর ।

তাই জেলাবাসীর এই ব্রিজের দাবি ছিল দীর্ঘদিনের। সেই দাবি পূরণ করতেই ২০১৮ সালে ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। নির্মাণের কাজ শুরু হয় ২০১৯ সালে । ২০২৫-এ সম্পন্ন হয়েছে সেই কাজ । ব্রিজটি বীরভূমের টিকড়বেতাকে জুড়েছে পশ্চিম বর্ধমানের শিবপুরের সঙ্গে। বহু প্রতীক্ষিত সেই ব্রিজ উদ্বোধনের খবরে এ বার জেলার মানুষদের মুখে হাসি।

AUTHOR :Express News Desk

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Chief Minister holds review meeting during two-day visit to Birbhum Read Next

দু'দিনের বীরভূম সফরে মুখ...