You will be redirected to an external website

বাড়ি বাড়ি যান, খোঁজ নিন বৈধ কেউ বাদ গেল কিনা, ভবানীপুর নিয়ে বৈঠকে কড়া নির্দেশ দিলেন মমতার

Chief Minister Mamata Banerjee met with eight councilors and BLAs of Bhawanipur on Tuesday afternoon, the day the draft list was published.

ভবানীপুর নিয়ে বৈঠকে কড়া নির্দেশ দিলেন মমতার

খসড়া তালিকা প্রকাশের দিন অর্থাৎ আজ মঙ্গলবার বিকেলে ভবানীপুরের আট কাউন্সিলর এবং বিএলএ-দের সঙ্গে বৈঠক সেরে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতার ভবানীপুরে (Bhawanipur) ৪৪ হাজারের বেশি নাম বাদ গিয়েছে। কোনও বৈধ নাম বাদ গেল কিনা, বা যাঁদের নাম বাদ গেছে শুনানিতে তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা মমতার।

সূত্রের খবর, পাড়ায় পাড়ায় ক্যাম্পে সমস্ত ধরণের সাহায্যের জন্য প্রস্তুত থাকার কথা বলেছেন দলনেত্রী (TMC)। তাছাড়া এও বলে রেখেছেন যে, কাগজ নিয়ে যাঁদের অসুবিধা হচ্ছে তাঁদের 'মে আই হেল্প ইউ; ক্যাম্পে নিয়ে যান। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করুন।

জানা গিয়েছে, মঙ্গলবারের এই বৈঠকে মমতা পইপই করে বলে দিয়েছেন, কোনও বৈধ ভোটারের নাম বাদ যাওয়া হবে না। বিএলও ও বিএলএ-দের (BLA) সমন্বয় কেমন ছিল, তা নিয়েও এদিন আলোচনা হয়। বিএলএ-রা অনেকেই জানিয়েছেন, তাঁরা সমস্ত বাড়িতেই গিয়েছেন। কেউ কেউ যদি ফর্ম না ফেরত দেন, সেই অবস্থা সম্পর্কে তাঁরা বুঝতে পারেননি। যাঁদের নাম বাদ গিয়েছে তাঁদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করার নির্দেশ দিয়েছেন মমতা। বলেছেন, জীবিত অথচ মৃত দেখানো হচ্ছে কিনা তাও খুঁজে দেখতে হবে। বহুতলে বেশি করে নজর রাখতে হবে।

এতদিন এই যাবতীয় কাজ বিএলএ-দের উপরই বর্তাত। তবে এদিনের বৈঠকে সমস্ত পার্টি কর্মীদের এই কাজে নিযুক্ত হতে বলা হয়েছে বলে সূত্রের খবর। যাঁদের হিরারিং বা শুনানিতে ডাকা হয়েছে, সমস্ত পার্টি কর্মীরদেরই নির্দেশ দেওয়া হয়েছে মানুষের পাশে দাঁড়াতে। জানা গিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব ওয়ার্ড ভিত্তিক রিপোর্টও চেয়েছেন তৃণমূল নেত্রী।

বস্তুত, কলকাতা পুরসভার (Kolkata Corporation) আটটি ওয়ার্ড নিয়ে ভবানীপুর বিধানসভা (Bhawanipore)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিজের বিধানসভা কেন্দ্র। উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের পরিস্থিতি খতিয়ে দেখতে যখন তিনি দার্জিলিঙে ছিলেন, তখন সেখান থেকেই মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের ফোনে দলীয় নেতাকর্মীদের বার্তা দেন দলনেত্রী। অভিযোগ করেন, ‘‘ভবানীপুরটা পুরো ‘আউটসাইডারদের’ (বহিরাগত) দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে।’’

গত বৃহস্পতিবার এনুমারেশন পর্ব (Enumeration Form) শেষ হয়ে গিয়েছে। তাহলে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বিধানসভা কেন্দ্র থেকে কাদের নাম বাদ যাচ্ছে, সেটা জানার আগ্রহও রয়েছে অনেকের! কমিশন জানিয়েছে,  ১৫৯ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মোট ভোটার ২ লক্ষ ৬ হাজার ২৯৫ জন। যার মধ্যে ফর্ম ডিজিটাইজ হয়েছে ১ লক্ষ ৬১ হাজার ৫০৯ (৭৮.২৯%) জনের।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

A few days ago, the brigade recited the Gita in 5 goals. After that, a huge campaign has started to organize the Muslim Ijtema. Read Next

গীতা পাঠের পর এবার মুসলি...