we will redirect to expressnews.network in 10 seconds Close

You will be redirected to an external website

সুখবর ! সস্তা হল সোনা, দেখে নিন ১ গ্রামের দাম কতটা কমল

Gold has become cheaper, see how much the price of 1 gram has decreased.

দেখে নিন ১ গ্রামের দাম কতটা কমল

আপনার কি সোনা কেনার কোনও পরিকল্পনা রয়েছে ? তাহলে দোকানে যাওয়ার আগে অবশ্যই জেনে নিন সোনার দাম বাড়ল না কমল ৷ প্রতিদিনই বদল হয় সোনার দাম । কখনও এক ধাক্কায় অনেকটাই বেড়ে বা কমে যায় আবার কখনও সামান্য বদল হয় ।২০২৫ সালে হু হু করে অনেকটাই বেড়ে গিয়েছে সোনালি ধাতুর দাম ৷ প্রায় ১ লাখ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে সোনার দাম ৷ মার্কেট বিশেষজ্ঞদের একাংশের মত ডিসেম্বরে ১ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে সোনার দাম ৷ আবার অনেকেই মনে করছেন সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে ৷ আগামী কয়েক মাসে দাম সংশোধন হওয়ার পালা ৷

সোনা মধ্যবিত্তের কাছে সঞ্চয়ের অত্যন্ত জনপ্রিয় মাধ্যম ৷ সোনার দাম বাড়লে যেমন চিন্তা বেড়ে যায় তেমনই দাম কমলে স্বস্তি পাওয়া যায় ৷ বর্তমানে যে জায়গায় সোনার দাম পৌঁছেছে তাতে মধ্যবিত্তের প্রায় ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা ৷ প্রাচীন কাল থেকে সোনাকে সুরক্ষিত বিনিয়োগের মাধ্যম হিসেবে দেখা হয় ৷ শুধু সোনা না রুপোর দামও আকাশছোঁয়া ৷ ১ লাখ টাকা ছাড়িয়ে গিয়েছে রুপোর দাম ৷সোনা কিনতে গেলেই হাতে যেন ছ্যাঁকা লাগছে। কিন্তু উল্টো দিকে সোনা বিক্রি করার থাকলে এটা সেরা সময় হতে পারে বলে অনেকেই মনে করছেন ৷

২২ ক্যারেট সোনার দাম ৯২৯০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৭৬৩০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১১১৯২৭ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷

 

AUTHOR :Rima Ghatak

I am Rima Banerjee. I have completed my graduation in Mass Communication frome Kazi Nazrul University.last 3yrs i am Working as a content writer at Express news.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Showkat Mollah demands arrest of Rezaul Mollah Read Next

তৃণমূল নেতা রাজ্জাক খুন...