দেখে নিন ১ গ্রামের দাম কতটা কমল
আপনার কি সোনা কেনার কোনও পরিকল্পনা রয়েছে ? তাহলে দোকানে যাওয়ার আগে অবশ্যই জেনে নিন সোনার দাম বাড়ল না কমল ৷ প্রতিদিনই বদল হয় সোনার দাম । কখনও এক ধাক্কায় অনেকটাই বেড়ে বা কমে যায় আবার কখনও সামান্য বদল হয় ।২০২৫ সালে হু হু করে অনেকটাই বেড়ে গিয়েছে সোনালি ধাতুর দাম ৷ প্রায় ১ লাখ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে সোনার দাম ৷ মার্কেট বিশেষজ্ঞদের একাংশের মত ডিসেম্বরে ১ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে সোনার দাম ৷ আবার অনেকেই মনে করছেন সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে ৷ আগামী কয়েক মাসে দাম সংশোধন হওয়ার পালা ৷
সোনা মধ্যবিত্তের কাছে সঞ্চয়ের অত্যন্ত জনপ্রিয় মাধ্যম ৷ সোনার দাম বাড়লে যেমন চিন্তা বেড়ে যায় তেমনই দাম কমলে স্বস্তি পাওয়া যায় ৷ বর্তমানে যে জায়গায় সোনার দাম পৌঁছেছে তাতে মধ্যবিত্তের প্রায় ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা ৷ প্রাচীন কাল থেকে সোনাকে সুরক্ষিত বিনিয়োগের মাধ্যম হিসেবে দেখা হয় ৷ শুধু সোনা না রুপোর দামও আকাশছোঁয়া ৷ ১ লাখ টাকা ছাড়িয়ে গিয়েছে রুপোর দাম ৷সোনা কিনতে গেলেই হাতে যেন ছ্যাঁকা লাগছে। কিন্তু উল্টো দিকে সোনা বিক্রি করার থাকলে এটা সেরা সময় হতে পারে বলে অনেকেই মনে করছেন ৷
২২ ক্যারেট সোনার দাম ৯২৯০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৭৬৩০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১১১৯২৭ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷