কলকাতায় রেকর্ড উচ্চতায় সোনার দাম!
উৎসবের মরশুম শুরু হতেই দেশের বাজারে সোনার দাম (Gold Price) যেন আগুনে ঝলসে উঠেছে। বিগত কয়েকদিনে হলুদ ধাতুর দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে এবং পৌঁছে গেছে রেকর্ড উচ্চতায়। দীপাবলি থেকে শুরু করে বিয়ে ও অন্যান্য উৎসবের মরশুম- এই সময়টায় সোনার গয়নার চাহিদা সর্বোচ্চ।
তবে এবার এই ঊর্ধ্বমুখী দামে সাধারণ ক্রেতাদের চোখ কপালে উঠে গেছে (Record Gold Price)। শহর থেকে মফস্বল, গয়না কেনার পরিকল্পনা করা সকলেই এই অপ্রত্যাশিত মূল্যবৃদ্ধিতে উদ্বিগ্ন। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে সোনার দাম অস্থিরতা এবং দেশীয় মুদ্রার দুর্বলতা- এই দুইয়ের প্রভাব ভারতীয় বাজারে সোনা কার্যত হাতের বাইরে নিয়ে এসেছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই প্রবণতা সহসা কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে, আগামী দিনগুলোতে ক্রেতারা আরও চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। বিনিয়োগকারী ও সাধারণ ক্রেতা—দু’পক্ষই এখন দামের এই উর্ধ্বগতি নিয়ে গভীর চিন্তায়।
আন্তর্জাতিক বাজারের প্রভাব, ডলারের মূল্যবৃদ্ধি এবং উৎসবের মরশুমে স্থানীয় চাহিদা বৃদ্ধির কারণে সোনার দাম এমন লাফিয়ে বাড়ছে, যা সাধারণ ক্রেতা থেকে বিনিয়োগকারী- সকলকেই ভাবিয়ে তুলেছে। এই লাগামহীন মূল্যবৃদ্ধি আগামী দিনে আরও বাড়বে নাকি কিছুটা স্বস্তি ফিরবে, তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে।