You will be redirected to an external website

বৃদ্ধ মা-বাবার দেখভালের জন্যও ৩০ দিনের ছুটি নিতে পারবেন সরকারি কর্মীরা, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

Government employees will also be able to take 30 days of leave to take care of elderly parents.

বৃদ্ধ মা-বাবার দেখভালের জন্যও ৩০ দিনের ছুটি নিতে পারবেন সরকারি কর্মীরা

মাতৃত্বকালীন বা পিতৃত্বকালীন ছুটির কথা কম-বেশি সকলেরই জানা। নবজাতক সন্তানের দেখভালের জন্য় ছুটি দেওয়া হয় মা-বাবাকে। কিন্তু বৃদ্ধ মা-বাবার কথা কে ভাবে? তারাও তো অসুস্থ হন, তাদেরও দেখভালের প্রয়োজন। তখন সন্তানরা আর অফিস থেকে ছুটি পান না। তবে আর এই দুঃখ থাকবে না। মা-বাবার দেখভালের জন্য ৩০ দিনের ছুটি নিতে পারবেন সরকারি কর্মীরা।সংসদে প্রশ্ন করা হয়েছিল যে বয়স্ক মা-বাবার দেখভালের জন্য সরকারি কর্মীদের ছুটির কোনও নিয়ম আছে কি না।  বৃহস্পতিবার রাজ্যসভায় এর উত্তরে ছুটির কথা জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি জানান, সার্ভিস রুলস অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীরা ব্যক্তিগত কারণে ৩০ দিন পর্যন্ত ছুটি পেতে পারেন। মা-বাবার শারীরিক অসুস্থতা এবং তাদের দেখভাল এর অন্তর্গত।

কেন্দ্রের তরফে লিখিত জবাবে বলা হয়েছে, সেন্ট্রাল সিভিল সার্ভিস (লিভস) রুল ১৯৭২-র বিধান অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মীরা বরাদ্দ ছুটির বাইরেও বছরে ৩০ দিনের আর্নড লিভ, ২০ দিনের হাফ পে লিভ, ৮ দিনের ক্যাজুয়াল লিভ, ২ দিনের রেস্ট্রিক্টেড লিভ পাওয়া যায়। বয়স্ক মা-বাবার দেখভাল সহ যে কোনও ব্যক্তিগত কারণে কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই ছুটি নিতে পারেন।

উল্লেখ্য, সেন্ট্রাল সিভিল সার্ভিস (লিভস) রুলের অধীনে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরাই এই ছুটি পান। একমাত্র রেলওয়ে এবং অল ইন্ডিয়া সার্ভিসের ক্ষেত্রে ছুটির নিয়ম আলাদা।

এই নিয়মের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মীরা আর্নড লিভ, হাফ ডে লিভ, কমিউটেড লিভ, লিভ নট ডিউ, এক্সট্রাঅর্ডিনারি লিভ, মেটারনিটি লিভ, প্যাটারনিটি লিভ, চাইল্ড কেয়ার লিভ, স্টাডি লিভ, স্পেশাল ডিসাবিলিটি লিভ, সি-মেন সিক লিভ, হসপিটাল লিভ, ডিপার্টমেন্টাল লিভ পান। এক বছরে দুই ভাগে এই ছুটিগুলি ক্রেডিট হয়।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

I will raise a question about the Ghatal Master Plan, I will ask the Center about the project budget. Read Next

ঘাটাল মাস্টার প্ল্যান ন...