You will be redirected to an external website

বিশেষভাবে সক্ষম, অসুস্থ, অন্তঃসত্তা মহিলাদের বাড়ি গিয়ে শুনানি! নির্দেশ সিইও'র, আর কী বললেন

Amid the ongoing controversy surrounding the SIR (Special Intensive Revision) process in the state, CEO Manoj Agarwal announced several important decisions.

নির্দেশ সিইও'র, আর কী বললেন

রাজ্যে এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়া ঘিরে চলমান বিতর্কের মধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন সিইও (CEO) মনোজ আগরওয়াল। সোমবার নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করে বলা হয়েছে, ৮৫ বছরের ঊর্ধ্বের নাগরিক, বিশেষভাবে সক্ষম, যে কোনও বয়সের অসুস্থ ব্যক্তি এবং অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে শুনানির নোটিস (Hearing Notice) নিয়ে বাড়িতে গিয়েই যাচাই করা হবে।

সিইও (CEO) জানিয়েছেন, এই শ্রেণির ভোটারদের কোনও অবস্থাতেই অফিসে ডেকে আনা যাবে না। প্রয়োজনীয় নথি থাকলে বিএলও নিজেই ভোটারের বাড়িতে গিয়ে তা সংগ্রহ করবেন।

নিরাপত্তা নিয়ে কড়া নির্দেশ

সোমবার কেন্দ্রীয় রোল অবজারভার সি মুরুগান (Roll Observer C Murugan) আক্রান্ত হয়েছেন। সেই সংক্রান্ত ঘটনার প্রেক্ষিতে সিইও ফের ডিজি ও সিপিকে রাজ্যজুড়ে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। জেলা শাসকদের মাধ্যমে রাজ্য পুলিশকে নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়েছে। প্রয়োজনে পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রীয় বাহিনী চাওয়ার আবেদনও করতে পারে রাজ্য, জানানো হয়েছে।

এ দিনের ঘটনায় পাইলট কার দেওয়া হয়নি - এই অভিযোগ সহ যাবতীয় বিষয় খতিয়ে দেখতে ডিএম, ডিজি এবং নোডাল পুলিশ অফিসারের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন সিইও। রিপোর্ট পাওয়ার পর তা নির্বাচন কমিশন (ECI)-কে পাঠানো হবে।

বিএলএ-২ বিতর্কে অবস্থান স্পষ্ট

সিইও জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের (ECI) কাছে আবেদন করেছেন। কমিশনের চূড়ান্ত নির্দেশ না আসা পর্যন্ত হিয়ারিংয়ে শুধু বিএলও, ইআরও, এইআরও এবং বিএলও অবজারভাররাই উপস্থিত থাকতে পারবেন। বিএলও ২-রা হিয়ারিংয়ে গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী সময়ে বিএলও ২ সংক্রান্ত কোনও সমস্যা হলে, সেই বিষয়ে ইআরও এবং ডিইও আইন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন বলেও জানানো হয়েছে।

বাইরে থাকা ভোটারদের জন্য বিকল্প পথ

তৃণমূল কংগ্রেসের অভিযোগ প্রসঙ্গে সিইও বলেন, বহু ভোটার পড়াশোনা বা চাকরির কারণে রাজ্যের বাইরে থাকেন। তাঁরা যদি শুনানিতে হাজির হতে না পারেন, তবে ফর্ম ৬-এর মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে।

নোটিস ও হিয়ারিং সংক্রান্ত তথ্য

নির্বাচন কমিশনের তরফে স্পেশ্যাল অবজারভার সুব্রত গুপ্ত জানিয়েছেন, মোট ৩২ লক্ষ ভোটারের মধ্যে প্রায় ৩০ লক্ষ নোটিস জেনারেট হয়েছে। এখনও পর্যন্ত ১৪ লক্ষ ভোটারের হাতে নোটিস পৌঁছেছে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

'Humayun Kabir (Humayun Kabir News) became an MLA from Bharatpur assembly constituency in 2012 on a Trinamool ticket. Read Next

২০ লক্ষ ইট, দানবাক্সে কোট...