ভারী বৃষ্টি
রাজ্যের কমেছে নাগাড়ে বৃষ্টির পরিমাণ। আবহাওয়া দফতর অনুসারে খবর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে নিম্ন চাপ শক্তি হারিয়ে তা ঝাড়খন্ডের দিকে এগোচ্ছে। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আর্দ্রতা জনিত অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাব অনেকটাই কমে যাওয়ায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃহস্পতিবার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
তবে সমুদ্র এখনও সম্পূর্ণ শান্ত নয়। নিম্নচাপ সরলেও বঙ্গোপসাগরের কিছু অংশে উত্তাল অবস্থা বজায় রয়েছে। তাই বৃহস্পতিবারও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সুন্দরবনের উপকূল অঞ্চলে চালানো হচ্ছে মাইকে প্রচার। জেলা প্রশাসন, মহকুমা ও ব্লক স্তরেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেই সঙ্গে দুর্বল বাঁধগুলির উপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে সেচ দফতরকে। টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে যে সব এলাকা সেখানেই প্রশাসনের তৎপরতায় নজরদাড়ি চলছে।
অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা যেমন, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।