we will redirect to expressnews.network in 10 seconds Close

You will be redirected to an external website

জামুরিয়ার সাতগ্রাম অঞ্চলে ধসে ক্ষতিগ্রস্ত হাউসিং ফর অল এর নির্মীয়মান বাড়ি,এলাকায় আতঙ্ক...

A house under construction for Housing for All in the Satgram area of ​​Jamuria was damaged by a landslide, causing panic in the area

ধ্বসে ক্ষতিগ্রস্ত

আসানসোল,বিশ্বদেব ভট্টাচার্য: আসানসোল পুরসভা এলাকার ৮ নম্বর ওয়ার্ডের জামুরিয়ার সাতগ্রাম অঞ্চলে টানা বৃষ্টির জেরে ধসের কবলে পরলো হাউসিং ফর অল এর বরাদ্দকৃত আশিস বাউরির নিজস্ব নির্মীয়মান বাড়ি। ঘটনাটি ঘটেছে  সাত গ্রাম অঞ্চলের দুর্গা ফুটবল ময়দান সংলগ্ন রুইদাসপাড়া এলাকায়। 

জানা যায়,৮ নম্বর ওয়ার্ডের ময়দানের পাশেই জনবহুল এলাকায় গড়ে ওঠা হাউজিং ফর অলের টাকায় নির্মীয়মান বাড়ির একাংশ জুড়ে গভীরে ধস হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।  আশীষ বাউরী ওই অংশে জমি কিনে  হাউসিং ফর অল এর টাকায় বাড়ি তৈরির কাজ করছিল। সেই বাড়ি নির্মাণের প্রক্রিয়া কিছুদিন বন্ধ থাকলেও  বৃহস্পতিবার সকালে তিনি খবর পান সেই অংশেই বিস্তীর্ণ এলাকা জুড়ে ধ্বস নেমেছে, যার জেরে ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা। এ বিষয়টি সম্পর্কে স্থানীয় এলাকার ওয়ার্ড কাউন্সিলরকে এ ব্যাপারে অভিযোগ জানান হলে তারা পুলিশ প্রশাসনের কাছে এই ঘটনার খবর দেন। পরবর্তীতে পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছে ওই এলাকায় সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে বলেই সূত্রের খবর। পাশাপাশি সংলগ্ন এলাকায় যে দুর্গা ময়দান রয়েছে সেই মাঠে বর্তমানে সাময়ীক ভাবে খেলাধুলো বন্ধ রাখতে বলা হয়েছে।

উল্লেখ্য, ধসের ঘটনা এই এলাকায় প্রথম নয় এর আগেও বেশ কয়েক দফায় ধসের ঘটনা এই সাত গ্রাম এলাকায় ঘটতে দেখা গেছে। বেশ কয়েক দফায় তো সংলগ্ন অংশে বহু বছর আগেই অবৈধভাবে কয়লা কাটার পর সেই সকল কয়লা খনিতে আগুন লাগার ঘটনা ঘটে। সে সময় ওই এলাকার শ্মশান সংলগ্ন অংশে ভয়াবহ আগুন লাগার ঘটনাতে তৎকালীন সময়ের রাজ্যপাল প্রত্যক্ষ করতে ঘটনাস্থলে আসেন। এরপর কয়েক দশক ধরে ওই অংশে অবৈধ কয়লার কারবার বন্ধ রয়েছে।  যদিও এদিন দুপুরে  ই সি এল কর্তৃপক্ষের আধিকারিকেরা ঘটনা স্থল পরিদর্শন করেন।

AUTHOR :Sukanya Majumder

I am Sukanya Majumdar. I have completed a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. I have also completed a practical course in News Reading and Copy Editing from Fox Media School. Currently, I am working as a Copywriter and Social Media Desk Personnel at Express News.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Landslide 200 meters away from railway line in Raniganj Read Next

রানীগঞ্জে রেললাইন থেকে ...