ব্রেন স্ট্রোকে আক্রান্ত অগ্নিমিত্রা পাল
ব্রেন স্ট্রোকে (Brain Stroke) আক্রান্ত হয়ে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Pal)। বৃহস্পতিবার রাতেই অসুস্থ হয়ে পড়েন আসানসোল দক্ষিণের এই বিধায়ক। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, স্নায়ুর উপর অতিরিক্ত চাপ তৈরি হওয়াতেই এই সমস্যা। তবে আপাতত আগের তুলনায় অনেকটাই সুস্থ তিনি। হাসপাতাল সূত্রের খবর, শীঘ্রই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।
চিকিৎসকরা জানান, স্ট্রোকের জেরে যে গুরুতর জটিলতা তৈরি হতে পারে—যেমন শরীরের এক দিক অবশ হয়ে যাওয়া বা অঙ্গ বিকল হয়ে পড়া—সে রকম কোনও উপসর্গ এখনও দেখা যায়নি। বিধায়ক স্বাভাবিকভাবে কথাবার্তাও বলতে পারছেন। চিকিৎসকদের মতে, ওষুধেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তবুও আপাতত তিনি রয়েছেন ক্রিটিকাল কেয়ার ইউনিটে, নিবিড় পর্যবেক্ষণে।
এমনিতে গত কয়েক সপ্তাহ ধরেই অগ্নিমিত্রার শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। মাত্র পনেরো দিন আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সেবারও তাঁকে তড়িঘড়ি কলকাতায় এনে ভর্তি করতে হয়েছিল একই হাসপাতালে। চিকিৎসার পর সুস্থ হয়ে ফিরলেও ফের অসুস্থ হওয়ায় উদ্বেগ বেড়েছে তাঁর পরিবার ও সমর্থকদের মধ্যে।
অগ্নিমিত্রা শুধু আসানসোল দক্ষিণের বিধায়কই নন, রাজ্য বিজেপির অন্যতম প্রধান মুখও। বৃহস্পতিবারই বিধানসভায় বিজেপি বনাম তৃণমূল সংঘাতের আবহে বিক্ষোভে সামিল ছিলেন তিনি। কয়েক ঘণ্টার মধ্যেই পাঁচ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করে দেওয়া হয়। তাঁদের মধ্যেই ছিলেন অগ্নিমিত্রাও। আর সেই ঘটনার পরেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি।