You will be redirected to an external website

‘আর কতদিন পিছনে লাগবে?’, কুণালের সঙ্গে দেখা হতেই প্রশ্ন দেবের!

This was the first time that the Vijaya Sammilani was organized by the Cine Federation.

কুণালের সঙ্গে দেখা হতেই প্রশ্ন দেবের!

এই প্রথম বার বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিল সিনে ফেডারেশন। শুক্রবার রাতে টেকনিশিয়ান স্টুডিয়োতে অনুষ্ঠিত হয়েছে সেই সেলিব্রেশন। স্টুডিও যেন চাঁদের হাট। বিকেল হতেই হাজির হন বিশ্বাস ভাইয়েরা অর্থাৎ ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস ও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। আর সেখানেই ঘটে গেল এমন এক ঘটনা যা চাক্ষুষ না করলে বিশ্বাস করা খানিক শক্ত!

হাজির হয়েছিলেন জিৎ, আবির, শিবপ্রসাদ থেকে শুরু করে অনেকেই। রাত নামতে হাজির দেবও। প্রায় একই সময়ে এলেন আরও একজন, তিনি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সাম্প্রতিক অতীতে দেব ও কুণাল ঘোষের তরজা মিডিয়া, সোশ্যাল মিডিয়া পেরিয়ে পৌঁছে গিয়েছে পাড়ার চায়ের দোকানেও। এ দিন মুখোমুখি হয়ে ঠিক কী হবে, সে দিকে নজর ছিল অনেকেরই। অবশেষে যা হল, তা বেশ ইঙ্গিতবাহী।

ভরা মঞ্চ। জিৎ থেকে দেব সবাইকেই সম্বর্ধনা দিচ্ছিলেন ফেডারেশন সভাপতি। নাম এল কুণালের। হঠাৎ করেই মন্ত্রী অরূপ বলে উঠলেন, "আমি অনুরোধ করছি দেব যেন কুণাল ঘোষকে সম্বর্ধনা দেয়।" চাপা উত্তেজনা, কোলাহল, দু'জনের মুখেই হাসি। দেব এলেন, সম্বর্ধনা দিলেন, আর তারপরেই মাইক হাতে নিয়ে বলে উঠলেন, "ও কুণালদা, আর কতদিন পিছনে লাগবে, আগে আমাকে ক্লিয়ার করো"। ব্যস, কুণালও কি চুপ থাকেন? মাইক হাতে নিয়ে পাল্টা বললেন, "আমার উত্তরটা স্পষ্ট ছিল, পিছনে লাগতে গেলেও ভাল পিছন দরকার।" যদিও পরমুহূর্তেই নিজেকে সামলে নিয়ে ফের বললেন, "দেবের জন্য অনেক অনেক শুভেচ্ছা, আমি দেবকে খুব ভালবাসি, এর জন্য কাউকে কৈফিয়ত দেওয়ার দরকার নেই। কোন কোন কারণে একটু টুকটাক লেগে যায়, সেটা দেবও জানে। কিন্তু ইন্ডাস্ট্রিতে দেব দেবই, এ নিয়ে তো অস্বীকার করা জায়গা নেই। আমাদের দাদা ভাইয়ের সম্পর্ক ছিল আছি থাকবে। "

মাইক টেনে কুণালের ঘাড়ে হাত রেখে দেব বললেন, "কুণালদা আমার কাছের মানুষ। তিনি ছবিও করছেন, আমার শুভেচ্ছা। আমাদের সবাইকে একজোট হয়ে থাকতে হবে। সাপোর্ট দরকার, নেতিবাচকতার কোনও জায়গা নেই। এটাই শুধু বলতে চাই।" কথায় বলে, 'সব ভাল যার শেষ ভাল'। এ দিন এই মিলন উৎসব কি আগামী ইতিবাচকতার ইঙ্গিত? উত্তর লুকিয়ে সময়ের হাতে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...