নবান্ন অভিযানের আগে নিরাপত্তার ঘেরাটোপে হাওড়া
আজ, সোমবার ২৮ জুলাই নির্ধারিত নবান্ন অভিযানের (Nabanna Abhijan) আগে হাওড়ার চেহারাই পাল্টে গিয়েছে। কার্যত যুদ্ধকালীন প্রস্তুতি, কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। হাওড়া সিটি পুলিশের (Howrah City Police) তরফে জানানো হয়েছে, কোনও অবস্থাতেই আইনশৃঙ্খলা বিঘ্ন হতে দেওয়া হবে না। তাই শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তা, বিশেষত নবান্নমুখী রুটে তৈরি হয়েছে ব্যারিকেড। প্রস্তুত জলকামান, রোবোকপ, কুইক রেসপন্স টিম, র্যাফ থেকে ড্রোন পর্যন্ত।
১২ জুলাই ‘সংগ্রামী যৌথ মঞ্চ’, ‘পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী মঞ্চ’, ও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে হাওড়া সিটি পুলিশকে লিখিতভাবে নবান্ন অভিযানের অনুমতি চাওয়া হয়েছিল। তবে পুলিশের তরফে তা খারিজ করে দেওয়া হয়।
রবিবার সন্ধ্যার মধ্যেই শহরের চারপাশ ঘিরে ব্যারিকেড বসানো হয়। হাওড়া স্টেশন, রামকৃষ্ণ ঘাট, জিটি রোড, কাজীপাড়া মোড়, নবান্ন চত্বর, সাঁতরাগাছি-সহ একাধিক এলাকাকে নজরদারির আওতায় আনা হয়েছে। সোমবার সকাল থেকে প্রায় ১,৫০০ পুলিশ মোতায়েন করা হবে, সঙ্গে থাকবে র্যাফ, মহিলা বাহিনী, কুকুর স্কোয়াড ও ড্রোন।
সংগ্রামী যৌথ মঞ্চের সম্ভাব্য রুটম্যাপ অনুযায়ী, হাওড়া স্টেশন থেকে মিছিল রেলওয়ে রোড, রামকৃষ্ণ ঘাট, ফোরশোর রোড, কাজীপাড়া মোড় হয়ে নবান্নের দিকে এগোবে। তবে প্রশাসনের পরিকল্পনা, ফোরশোর রোডের কাছেই মিছিল আটকে দেওয়া হবে। অনুমতি ছাড়াই মিছিল বার হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেই পুলিশের হুঁশিয়ারি। প্রয়োজন হলে গ্রেফতারিও হতে পারে।