২০ ডিসেম্বরের মধ্যে নতুন দল গঠনের ঘোষণা হুমায়ুন কবীরের
২০ ডিসেম্বরের মধ্যে নতুন দল গঠনের ঘোষণা ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun Kabir)!
দলীয় নেতৃত্বকে বারবার প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে শেষমেশ নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বৃহস্পতিবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করলেন, আসন্ন ২০২৬ সালের ভোটের আগেই গড়ে তুলবেন নতুন দল। বললেন, “তৃণমূলে (TMC) আর নয়। ২০ ডিসেম্বরের মধ্যে নতুন দল গড়ব (announces formation of new party)।”
নিজেকে সেই দলের চেয়ারম্যান হিসেবেও ঘোষণা করেন তিনি। হুমায়ুনের বক্তব্য, “আমি দল গঠন করলে তৃণমূল বুঝবে, জেলায় ওরা কী হারিয়েছে। আমি না থাকলে মুর্শিদাবাদে ১০টি আসনও পাবে না তৃণমূল।”
এ দিন তিনি জানান, নতুন দল মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর দিনাজপুর জেলায় প্রার্থী দেবে ২০২৬ সালের বিধানসভা ভোটে। পাশাপাশি, বামফ্রন্ট ও আইএসএফের সঙ্গে জোট করে নদিয়া ও উত্তর ২৪ পরগনাতেও লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
গত কয়েক সপ্তাহ ধরেই রাজ্য রাজনীতিতে হুমায়ুনের মন্তব্যে জোর চর্চা শুরু হয়েছিল। একাধিক ইস্যুতে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ দেখিয়ে তিনি আগেই ইঙ্গিত দিয়েছিলেন নতুন পথের। বৃহস্পতিবারের ঘোষণার মধ্য দিয়ে সেই জল্পনায় যেন সিলমোহর পড়ল।
এখন নজর রাজনৈতিক মহলের — ডিসেম্বরের মধ্যেই কি সত্যি নতুন দল ঘোষণা করবেন হুমায়ুন কবীর? নাকি এর মধ্যে আরও কোনও পালাবদল অপেক্ষা করছে মুর্শিদাবাদের রাজনীতিতে?
যদিও হুমায়ুনের এই হুঁশিয়ারিকে বিশেষ পাত্তা দিতে নারাজ শাসকদল। দলের অন্যতম মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, "উনি তো গত কয়েকমাস ধরে দলকে একের পর এক হুঁশিয়ারিই দিয়ে যাচ্ছেন। আমরাও দেখতে চায়, মুখে না বলে উনি কাজে কিছু করে দেখান!"
প্রসঙ্গত, বুধবারই ভরতপুরের দলীয় এক সভা থেকে নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন হুমায়ুন। যদিও নিজের হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই হুমায়ুন জানিয়ে দিলেন, এবার আর কথার নড়চড় হবে না। ২০ ডিসেম্বরের মধ্যেই তিনি নতুন দল গড়বেন।