You will be redirected to an external website

শুধু শুভেন্দু নয়, বাবা শিশির অধিকারীর নামও নিলেন হুমায়ুন কবীর

Humayun Kabir has announced his name as the chairman of Janata Unnayan Party. Today's meeting indicated that he will field candidates in many seats in the state.

বাবা শিশির অধিকারীর নামও নিলেন হুমায়ুন কবীর

জনতা উন্নয়ন পার্টি’র চেয়ারম্যান হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন হুমায়ুন কবীর। রাজ্যের বহু আসনে যে তিনি প্রার্থী দেবেন, সেই ইঙ্গিত মিলেছে এদিনের সভা থেকে। ইতিমধ্যেই কলকাতা বালিগঞ্জের মতো কেন্দ্রেও প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন হুমায়ুন কবীর।

মাস কয়েক আগে এক বিশেষ মন্তব্যে বিতর্কের মুখে পড়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বিধানসভায় বলেছিলেন, “ক্ষমতায় এলে তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলে দেব।” এই মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে এফআইআরও হয়েছিল। আজ সেই মন্তব্যের জবাব দিলেন হুমায়ুন।

তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক মঞ্চ থেকে বললেন,  “বিজেপিকে সতর্ক করছি। আপনি বলেছিলেন, মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে নাকি রাস্তায় ফেলে দেবেন। আমরা জিতেই বিধানসভায় যাব। ২০০ আসনে লড়াই করলে ১০০ আসনে জিতব। তার মধ্যে ৭০ জন মুসলিম থাকবে, ৩০ জন হিন্দু। আপনার বাবা শিশিরবাবুর ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিয়ে দেখুন। দেখব কত বড় পালোয়ান।” হুমায়ুন শুভেন্দু উদ্দেশে আরও বলেন, “তুমি মেদিনীপুরের ছেলে। আমিও মুর্শিদাবাদের ছেলে।”

বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “এই রাজ্যে র‌্যাডিকাল ইসলামাইজেশন ছড়িয়ে পড়েছে। এবার বিজেপি না জিতলে বাঙালিকে অন্য রাজ্যে চলে যেতে হবে। সবটাই তৃণমূলের চক্রান্ত বলেও মন্তব্য করেন তিনি।” বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “সব দল ঘুরে এসেছেন হুমায়ুন। মনে হয় না এবার খুব বেশি কিছু করতে পারবেন।”

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

To continue the wheel of development in Uttar Pradesh, the supplementary budget for the financial year 2025-26 has been presented in the Assembly. Read Next

উত্তরপ্রদেশের উন্নয়নে গ...