অমিত শাহকে ফোন করে রিপোর্ট নিলেন মোদী, ঘটনার তদন্তভার পেল এনআইএ |
Delhi Blast: 'আমি স্তম্ভিত', নয়াদিল্লির বিস্ফোরণের খবরে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর
নয়াদিল্লির বিস্ফোরণের খবরে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর
দিল্লির লালকেল্লার (Delhi Red Fort) সামনে ভয়ঙ্কর বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা কারণ অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে (Hospital) ভর্তি। এই ঘটনার খবরে মর্মাহত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় মৃতদের পরিবার এবং আহতদের উদ্দেশে বার্তা দিয়েছেন তিনি।
সোমবার সন্ধে প্রায় ৬টা ৫৫ মিনিটে বিস্ফোরণ ঘটেছে নয়াদিল্লিতে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের উৎস এবং ব্যবহৃত পদার্থের নমুনা সংগ্রহ করেছে। আপাতত নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না বলেই সূত্রের খবর।