You will be redirected to an external website

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কোনঠাসা দেব, প্রকল্পের বাজেট নিয়ে কেন্দ্রকে প্রশ্ন সাংসদের

I will raise a question about the Ghatal Master Plan, I will ask the Center about the project budget.

পার্লামেন্টে সাংসদ দেব

বর্ষা এলেই জমা জলে জীবন দুর্বিসহ হয়ে ওঠে ঘাটালের মানুষজনের। প্রতিবছর এই পরিস্থিতি থেকে ঘাটালের মানুষকে বাঁচাতে উদ্যোগী হন ঘাটালে তৃণমূল সাংসদ দেব। তাঁর উদ্যোগকে বাস্তবায়িত করতে সাড়া দেয় রাজ্য সরকার। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে প্রাথমিকভাবে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন্দ্র কেন এর জন্য কোনও অর্থই বরাদ্দ করল না? সংসদে দেবের এই প্রশ্নে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজ ভূষণ চৌধুরী যে জবাব দিয়েছেন তাতে স্পষ্ট, কেন্দ্র এই প্রকল্প রূপায়ণে কোনও সাহায্য করতে পারবে না। উল্টে রাজ্যের ঘাড়ে দায় চাপিয়েছেন তিনি।

লিখিত জবাবে প্রতিমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্প রূপায়ণে যে শর্ত পূরণ করতে হয়, তা রাজ্য করেনি। এদিকে, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে কেন্দ্র যে দায়সাড়া মনোভাব নিয়ে চলেছে, তা স্পষ্ট করলেন সাংসদ দেব। চলতি বাদল অধিবেশনে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সংসদে দু’টি প্রশ্ন করেন তিনি। প্রথমত, এই প্রকল্প রূপায়ণে কেন কেন্দ্রীয় সরকার বাজেট বরাদ্দ করল না? দ্বিতীয়ত, প্রকল্প রূপায়ণে রাজ্য সরকার কি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা ওয়ার্ল্ড ব্যাঙ্কের মতো সংস্থার থেকে অর্থ নিতে পারবে?

এই দুই প্রশ্নের মন্ত্রী জানান, প্রকল্পটির বিনিয়োগে ছাড়পত্র পেয়েছে। তবে ২০২১ থেকে ২০২৬ – এই পাঁচ বছরের জন্য। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানটি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়নি। কারণ এই প্রকল্পে জন্য কেন্দ্রের ৩০০ কোটির বাজেট বরাদ্দ রয়েছে। শুধু সেই রাজ্যগুলির প্রকল্প গ্রহণযোগ্য হবে, যারা প্রকল্পটি ফ্লাড প্লেইন জোনিংয়ের আদেশের বাস্তবায়ন করছে। তবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এহেন জবাবে ঘনিষ্ঠ মহলে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন দেব। আগে একাধিকবার এনিয়ে তৃণমূল সাংসদ দেবের আবেদনে কেন্দ্র সাড়া না দেওয়ায় এই মুহূর্তে রাজ্য সরকার নিজের খরচে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের কাজ করছে।

AUTHOR :Sukanya Majumder

Sukanya Majumdar is a Copywriter and Social Media Desk Personnel at Express News. She holds a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. Additionally, she has completed practical training in News Reading and Copy Editing from Fox Media School. With a strong foundation in both traditional and digital media, Sukanya brings clarity, creativity, and precision to every piece of content she crafts.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Result of Modi's 'Good Governance'! Nearly 900,000 citizens left India in five years. Read Next

মোদির ‘সুশাসনে’র ফল! পাঁ...