বড়দিনের পার্টিতে নলেন গুড়ের ব্রাউনি দিয়েই মিষ্টিমুখ! অতিথিদের মন জিততে জেনে নিন সহজ রেসিপি |
শেষ তারিখ ৩১ ডিসেম্বর! প্যান–আধার লিঙ্ক না করলে বিরাট বিপদে পড়তে পারেন
আধার লিঙ্ক না করলে বিরাট বিপদে পড়তে পারেন
আধার কার্ডের সঙ্গে প্যান এখনও লিঙ্ক করেননি? হাতে রয়েছে মাত্র কয়েকদিন। ৩১ ডিসেম্বরের পর আর পারবেন না। ১ জানুয়ারি, ২০২৬ থেকে সেই প্যান অকার্যকর (Inoperative) ঘোষণা হতে পারে। এমনই স্পষ্ট করে জানিয়ে দিল আয়কর দফতর (Income Tax Department)।
কেন আবার এই ডেডলাইন?
চলতি বছরের ৩ এপ্রিল, ২০২৫ তারিখে জারি হওয়া নোটিফিকেশন নম্বর ২৬/২০২৫ (Notification No. 26/2025) অনুযায়ী, যাঁরা ১ অক্টোবর, ২০২৪-এর আগে আধার এনরোলমেন্ট আইডি (Aadhaar Enrolment ID) ব্যবহার করে প্যান নিয়েছিলেন, তাঁদের অবশ্যই স্থায়ী আধার নম্বর (Permanent Aadhaar Number) দিয়ে প্যান লিঙ্ক করতে হবে। সময়সীমা ২০২৫-এর শেষ দিন পর্যন্ত।
লিঙ্ক না করলে কী কী সমস্যা?
এই বিষয়ে সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস (Central Board of Direct Taxes – CBDT) ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্যান–আধার লিঙ্ক না হলে—
- আয়কর রিফান্ড (Income Tax Refund) আটকে যেতে পারে
- উচ্চ হারে টিডিএস (Higher TDS Rate) কাটা হতে পারে
- ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে প্যান পুরোপুরি অকার্যকর হয়ে যেতে পারে
- অর্থাৎ, দৈনন্দিন আর্থিক লেনদেন থেকে শুরু করে আয়কর সংক্রান্ত বহু কাজে বড়সড় সমস্যায় পড়তে পারেন করদাতারা।
প্যান–আধার লিঙ্ক করতে কী কী লাগবে?
লিঙ্ক করার আগে কয়েকটি জিনিস হাতের কাছে রাখা জরুরি—
- বৈধ প্যান নম্বর (Valid PAN)
- আধার নম্বর (Aadhaar Number)
- আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর (Registered Mobile Number), যেখানে ওটিপি (OTP) আসবে।
এছাড়াও একটি গুরুত্বপূর্ণ বিষয়
যাঁদের ১ জুলাই, ২০১৭-এর আগে প্যান ইস্যু হয়েছিল এবং এখনও লিঙ্ক করা হয়নি, তাঁদের ক্ষেত্রে ১,০০০ টাকা ফি (Linking Fee 1000) দিতে হবে।
আগে ফি, তারপর লিঙ্ক
প্যান–আধার লিঙ্ক করার আগে আয়কর দফতরের ই-ফাইলিং পোর্টাল (Income Tax e-Filing Portal)-এ গিয়ে ফি জমা দেওয়া বাধ্যতামূলক।
কীভাবে ফি দেবেন?
১. প্রথমে যান অফিসিয়াল ওয়েবসাইটে-https://www.incometax.gov.in/iec/foportal/
২. হোমপেজে থাকা Quick Links-এর মধ্যে থেকে Link Aadhaar অপশন বেছে নিন
৩. প্যান ও আধারের তথ্য দিন
৪. এরপর e-Pay Tax অপশনে ক্লিক করে আবার প্যান নম্বর লিখুন
৫. মোবাইলে আসা ওটিপি দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন
৬. Income Tax অপশন নির্বাচন করে পেমেন্টে এগোন
৭. এখানে Assessment Year বাছতে হবে এবং Payment Category হিসেবে নির্বাচন করতে হবে—
Other Receipts (500)
সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবেই ১,০০০ ফি দেখাবে। এই টাকা দেওয়া যাবে-
- নেট ব্যাঙ্কিং (Net Banking)
- ডেবিট কার্ড (Debit Card)
- ইউপিআই (UPI)
- সাধারণত ৪–৫ কর্মদিবসের মধ্যে পেমেন্ট স্ট্যাটাস আপডেট হয়ে যায়।
পেমেন্টের পর কীভাবে লিঙ্ক করবেন?
ফি জমা হয়ে গেলে ফের যান Link Aadhaar সেকশনে-
- প্যান ও আধার নম্বর দিয়ে ভ্যালিডেট করুন
- স্ক্রিনে “Your payment details are verified” মেসেজ আসা নিশ্চিত করুন
- আধার অনুযায়ী নাম ও মোবাইল নম্বর দিন
- শুধু জন্মসাল দেওয়া থাকলে সেই অপশন টিক করুন
- মোবাইলে আসা ৬ ডিজিটের ওটিপি লিখে প্রক্রিয়া সম্পূর্ণ করুন।
প্যান–আধার লিঙ্ক এখন আর শুধু নিয়মরক্ষার বিষয় নয়। সময়ের মধ্যে কাজ না সারলে সরাসরি প্রভাব পড়বে আপনার করদাতা হিসেবে পরিচয়ের উপর। তাই শেষ মুহূর্তের ভিড় বা প্রযুক্তিগত ঝামেলায় পড়ার আগে এখনই করে ফেলুন।